ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়ালে কর্মসূচী দেবে বিএনপি ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৪, ২৪ জুন ২০১৬

গ্যাসের দাম বাড়ালে  কর্মসূচী দেবে বিএনপি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বাড়ালে এর প্রতিবাদে কর্মসূচী দেবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এ অবস্থানের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এক বছরের ব্যবধানে দু’বার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের স্বেচ্ছাচারী মানসিকতারই প্রতিফলন। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা চরমভাবে হ্রাস পেয়েছে, তার ওপর গ্যাসের দাম প্রস্তাব অনুযায়ী বৃদ্ধি পেলে জনগণের মড়ার ওপর খাঁড়ার ঘা অনুভূত হবে। তাই গ্যাসের দাম বৃদ্ধি করা হলে অবশ্যই কর্মসূচী দেয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসিচব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ। সরকারকে ক্ষমতায় রাখতে নেতাদের গ্রেফতার করছে পুলিশ- ছাত্রদল ॥ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ অভিযোগ করেন।
×