ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মান সিনেমা হলে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

প্রকাশিত: ০৮:১২, ২৪ জুন ২০১৬

জার্মান সিনেমা হলে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ফ্রাঙ্কফুর্ট নগরীর কাছাকাছি ভিয়ার্নহাইমের একটি সিনেমা হলে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। মুখোশ পরা এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালাতে শুরু করে। এতে ২০ দর্শক আহত হন। হামলা চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ বাহিনী বন্দুকধারীকে ঘিরে ফেলে। বন্দুকধারী সিনেমা হলের দর্শকদের জিম্মি করলেও পরে তাদের সবাই নিরাপদে বেরিয়ে আসতে পারেন বলে জানা গেছে। জার্মান গণমাধ্যম জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা ছিল না। বলা হয়, হামলাকারী উদভ্রান্ত ও একাকী ছিল।
×