ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক সচিব ও লেখক রণজিৎ বিশ্বাস পরলোকে

প্রকাশিত: ০৮:০১, ২৪ জুন ২০১৬

সাবেক সচিব ও লেখক রণজিৎ  বিশ্বাস পরলোকে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক সচিব ও পাঠকপ্রিয় লেখক রণজিৎ বিশ্বাস (৬২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে পরলোকগমন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লুৎফর রহমান জানান, পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বুধবার রাতে রণজিৎ বিশ্বাস চট্টগ্রামে আসেন। দুপুরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসের ভিআইপি কক্ষ ‘বকুলে’ বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এনডিসি তাকে ডাকতে যান। এ সময় ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে সার্কিট হাউসের কর্মচারীরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে বিছানায় শোয়া অবস্থায় রণজিৎ বিশ্বাসের প্রায় নিথর দেহ দেখতে পান। দ্রুত রণজিৎ বিশ্বাসকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। চট্টগ্রামের সন্তান রণজিৎ বিশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে যান। সরকারী আমলা হিসেবে খ্যাতিমান রণজিৎ বিশ্বাস লেখক হিসেবেও পাঠকনন্দিত ছিলেন। পত্র-পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। তার বেশ কয়েকটি বইও প্রকাশ হয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার উজ্জ্বল উপস্থিতি ছিল। রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
×