ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসাদ মান্নান

এলিজি মিতুর জন্য

প্রকাশিত: ০৭:০৫, ২৪ জুন ২০১৬

এলিজি মিতুর জন্য

আজ সারাদিন মনটা আমার মনে ছিল না আকাশ ভরা কষ্ট বুকে ভর দুপুরে রৌদ্র থেকে কুড়িয়েছে অন্ধকারে জ্বলে ওঠা পাহাড় সমান রাশি রাশি ক্রোধের বারুদ মন ভালো নেই আকাশনীলা প্রজাপতির শোকাচ্ছন্ন মেঘের বাড়ি ইটপাথরের দেয়ালগুলো প্রতিবাদে ফেটে পড়ে বিশ্বব্যাপ্ত শোকের চাদর জড়িয়ে গায়ে চমকে ওঠে গাছের পাতা সোনামণি প্রিয় পুত্রের চোখের সামনে একটা মায়ের মৃত্যু শোকে রক্তমাখা পিচঢালা পথ স্তব্ধ বধির মানুষ কেন মানুষ ছেড়ে বর্বরতার সীমা ছাড়ে প্রেম পিরিতি ভালোবাসা সভ্যতা আর মানবতা এসব কি আজ সমাজ থেকে জগৎ থেকে বিদায় নিল! মন খারাপের অসুখ এখন চারিদিকে মন খারাপের রোগে এখন ঘড়ির কাঁটা শ্বাস ফেলে না মন খারাপের জলে কেন ডুবে আছে খাতা কলম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি দুখু মিয়ার অগ্নিবীণা অভিমানে পড়ে আছে ধুলো-বালির আস্তরণে মন ভালো নেই পদ্মাপাড়ের ডুব সাঁতারু জোয়ান মাঝির মন ভালো নেই মুনতাসীর আর স্বদেশ রায়ের শব্দ দিয়ে তৈরি করা দেশ বাঁচানোর মন্ত্রমালার মন ভালো নেই দেশরতেœর অবিনশ্বর জাতির পিতার স্বপ্নমাখা দেশ গঠনের কর্মশালার ঐ পবিত্র ধর্মালয়ের ভেতর থেকে ডুগরে কাঁদে সকল ধর্মের মর্মবাণী মন ভালো নেই মন যমুনার মধুমতির স্নিগ্ধ জলের ছায়ার উপর ভেসে থাকা তিরিশ লক্ষ বীর শহীদের রক্ত থেকে জন্ম নেয়া স্বর্গাদপি গরিয়সী মা জননী আমার দেশের মন ভালো নেই নিত্য আমার মনের বনে সবুজ পাতার আশ্রমে যার বাস রয়েছে পরান আমার দোয়েল পাখি রাঙা ঠোঁটের সবুজ টিয়া তারও নাকি মন ভালো নেই মন ভালো নেই আমার কুহুর বাকুম সোনার মন বসে না পাঠে যায়নি কৃষাণ ফসল বুনতে মাঠে মাতৃগর্ভ ছাড়ার জন্য যে শিশুটি প্রস্তুতি তার শেষ করেছে সেও নাকি আজ ভূম-লে আসতে নারাজ মন ভালো নেই চাঁদ-সুরুজের মন ভালো নেই কৃষ্ণচূড়ার রঙে রঙে স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা সোনার শিশুর রাঙা ভোরের হায়রে আমার পোড়া কপাল! অনেক কষ্টে অনেক রক্তে পাওয়া আমার স্বাধীনতার স্বপ্ন শিখা নিভিয়ে দেবার ষড়যন্ত্রে লিপ্ত থাকা অন্ধকারের জন্তুগুলো ঘাপটি মেরে বসে আছে বীর বাঙালীর ফাঁক ফোকরে মন ভালো নেই মন ভালো নেই আমার মনের আজ সকালে গুপ্ত খুনির খুনের নেশায় প্রাণ দিয়েছে আমার কুহুর সমতুল্য মিতু নামের হিজাব পরা ধর্মমতী সেই মেয়েটি যে মেয়েটি পতœী ছিল সাহসী এক দেশপ্রেমিকের এ শোক আমি রাখব কোথায়Ñ আকাশ নদী হিমালয় কী রাখতে পারে! বনের পশু গানের পাখি শোকার্ত এই চোখের পাথর মাতৃহারা শিশুর কান্না কন্যাহারা মা-বাপ কি আর সমুদ্রকে বলতে পারে শুয়ে থাক আদিগন্তব্যাপ্ত বিশাল শোকের হাওয়ায় শুয়ে থাক শুয়ে থাক... ...
×