ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘাড় ব্যথার কারণ গেম খেলা

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ জুন ২০১৬

ঘাড় ব্যথার কারণ গেম খেলা

মোবাইলে দীর্ঘ সময় মাথা নিচু করে গেম খেলার কারণে ঘাড়ে ব্যথা হয়। বিষয়টির সমাধান দেবে স্মার্টগ্লাসটি। শিশুদের জন্য তৈরি ‘আইফোরসার’ নামের এ্যাপ নিয়ন্ত্রিত চশমাটি ব্যবহারকারীদের মাথা সোজা করে বসতে বাধ্য করবে। শিশুদের বসার ভঙ্গি পর্যালোচনা করে সতর্কও করবে অভিভাবকদের। প্রয়োজনে সরাসরি মোবাইলে চালু থাকা গেম বন্ধও করে দিতে পারে এই চশমা। দাম ১২০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি ত্রিমাত্রিক প্রিন্টারে গাড়ি চালকবিহীন ছোট এই গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি। একসঙ্গে ১২ জন যাত্রী পরিবহন করতে পারে। এজন্য এতে ব্যবহার করা হয়েছে আইবিএম ওয়াটসনের আইওটি প্রযুক্তি সুবিধা। যাত্রীদের মুখের কথা শনাক্ত করতে সক্ষম ‘অলি’ গাড়িটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা মিলবে। ওয়ালেটে মোবাইল চার্জ আশপাশে চার্জার না থাকলেও চিন্তা নেই, যদি পকেটে থাকে ‘নোমাড’। এই ওয়ালেট থেকেই করা যাবে আইফোন চার্জ। চামড়ার তৈরি ওয়ালেটটিতে রয়েছে আকারে ছোট বিশেষ ধরনের ব্যাটারি কেবল। কিনতে গুনতে হবে ১৫০ ডলার। সূত্র : ডেইলি মেইল
×