ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

ড্রোন হ্যাকিং প্রতিরোধে নতুন প্রযুক্তি

প্রকাশিত: ০৬:৪৬, ২৪ জুন ২০১৬

ড্রোন হ্যাকিং প্রতিরোধে নতুন প্রযুক্তি

হ্যাক শব্দটি বর্তমানে খুব পরিচিত, যার সহজ বাংলা চুরি। হ্যাকারদের কাছে অসম্ভব বলতে কিছু নেই। পৃথিবীতে বড় বড় সব ওয়েবসাইট হ্যাক করে ফেলছে তারা মুহূর্তের মধ্যেই। কিন্তু কিভাবে তারা এত নিখুঁতভাবে হ্যাক করছে ড্রোনের মতো অতি আধুনিক প্রযুক্তির এই চালকবিহীন বিমান? আমেরিকার জন হপকিং ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছে, দুইভাবে করা যাবে বিভিন্ন ছোট ছোট কাজে পরিচালিত এসব ছোট ড্রোন। ড্রোনের সাহায্যে আমাজানের পণ্য পরিবহন করা হয়ে থাকে। পণ্য পরিবাহীকে দিক নির্দেশনা দেয়া থাকে একটি কন্ট্রলারের মাধ্যমে বা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আজকাল পিৎজ্জা ডেলিভারি দেয়া হয় ড্রোন দিয়ে। অল্প সময়ে অধিক দূরত্বে পণ্য পৌঁছে দেয়া হচ্ছে এই ড্রোনের মাধ্যমে। অনেক সময় আরও অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র ড্রোনের মাধ্যমে স্থানান্তর করা হচ্ছে। আর এ কারণেই হ্যাকাররা নিত্যনতুন উপায়ে হ্যাক করার প্রযুক্তি ও পদ্বতি বের করছে। শূন্যে উড্ডিন অপরের পণ্যবাহী ড্রোন হ্যাক করছে। চুরি করছে অপরের পণ্য ও ড্রোনটি। ওয়াটকিন্স ও তার দল সম্প্রতি ড্রোনে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন। তারা বলছেন, এই ত্রুটি কাজে লাগিয়ে ড্রোন হ্যাকিংয়ের সুযোগ নিচ্ছে দক্ষ হ্যাকাররা। এভি রিসার্চার অব এইচপি সিউকিউরিটি পরিচালিত আর একটি গবেষণায়ও এমন তথ্যই জানানো হয়েছে। ড্রোনের উন্নয়নে বর্তমানে অনেক কাজ হচ্ছে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ড্রোনের ব্রুশলেস মটরস, মাইক্রো কন্ট্রোলার, টিনি সেন্সর, ব্যাটারি, লাইটার এবং কম্পাউন্ড ম্যাটেরিয়ালসের ডেভেলপ করা হয়েছে। গবেষক দলটি আর একটি কারণের কথা বলেছেন। আজকাল ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে এটি। আর এভাবে ড্রোন ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ায় যন্ত্রটিতে ত্রুটি থেকে যাচ্ছে বলে মত দিয়েছেন গবেষণার এক সিনিয়র কর্মকর্তা ওলেগ পেট্রোভস্কি। ওলেগের মতে, অসংখ্য ড্রোনের ওপর গবেষণা করেই তারা এমন মত প্রকাশ করেছে। কারণ ক্রেতারা যেসব ড্রোন কেনে তাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত থাকে। যেমন সেন্সর, জিপিএস সিস্টেম, মাইক্রো প্রসেসর, স্পিড কন্ট্রোলার, ব্যাটারি, মটরস, রিমোট কন্ট্রোল সিস্টেম, ফ্লাইট কন্ট্রোলার ও অন্যান্য মডুলস। আর এগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তাজনিত ত্রুটি, যা কাজে লাগিয়ে সহজেই ড্রোন হ্যাক করতে পারবে হ্যাকাররা। তাই নিরাপত্তাজনিত ত্রুটির হার কমাতে পারলেই প্রতিরোধ করা যাবে ড্রোন হ্যাকিং। সূত্র : লাইভ সাইন্স
×