ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনল রবি

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জুন ২০১৬

এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনল রবি

এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৫-সহ ব্র্যান্ডটির বিভিন্ন আকর্ষণীয় স্মার্টফোনে হায়ার স্মার্টফোন স্কিম আনল রবি। ফলে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিসহ বান্ডল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। দেশের টেলিযোগাযোগ খাতে এই প্রথম হায়ার পারচেজ স্কিমের সুবিধা আনল অপারেটরটি। এ অফারের আওতায় রবি গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াই প্রতিটি সমান মাসিক কিস্তিতে আকর্ষণীয় হ্যান্ডসেট কেনার সুযোগ পাবেন। সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শোরুমগুলোতে এ অফার গ্রহণ করা যাবে। রবির কর্পোরেট অফিসে সম্প্রতি এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। রবির ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। রবির গ্রাহকরা এই কিস্তি সুবিধায় এলজি’র জনপ্রিয় স্মার্টফোন এলজি কে৭, এলজি কে১০, এলজি ক্লাস ও এলজি জি৫ কিনতে পারবেন। গ্রাহকরা ৬ থেকে ১২ মাস সময়সীমার মধ্যে কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। এলজি কে৭’র সঙ্গে রবির ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি কে১০’র সঙ্গে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি ক্লাস’র সঙ্গে ৪০০ মিনিট টকটাইম এবং ৩ জিবি ইন্টারনেট এবং এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন এলজি জি৫’র সঙ্গে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ছয় মাসের কিস্তিতে এলজি কে৭ কেনার জন্য গ্রাহককে মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ১ হাজার ১২৫ টাকা পরিশোধ করতে হবে। এলজি কে১০ ছয়মাসের কিস্তিতে দাম পড়বে মাসিক ২ হাজার ৭৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক ১ হাজার ৫৫৪ টাকা। -বিজ্ঞপ্তি
×