ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু হৃদরোগ কল্যাণ তহবিলে দান করার আহ্বান

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জুন ২০১৬

শিশু হৃদরোগ কল্যাণ তহবিলে দান করার আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ শিশু হৃদরোগ ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিশু হৃদরোগী চিকিৎসার জন্য শিশু হৃদরোগ ইউনিটের ইনডোর এবং আউটডোরে আসছে। এখানে এএসডি, ভিএসডি, পিডিএ ডিভাইসসহ সকল ধরনের ইন্টারভেনশন নিয়মিতভাবে করা হচ্ছে। বিনা অপারেশনে জন্মগত হৃদরোগের চিকিৎসায় একজন রোগীকে এক লাখ হতে দেড় লাখ টাকা খরচ করতে হয়। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শিশু হৃদরোগীর অপারেশনের প্রয়োজন হয়। -বিজ্ঞপ্তি নিমিষে পগার পার দিনে-দুপুরে পিক পকেট করতে গিয়ে ধরা পড়তে যাচ্ছিল এক পকেটমার। পুলিশও এক হাতে ছাতা দিয়ে তাকে প্রায় ধরে ফেলেছিল। কিন্তু বিধি বাম। কাজেই সিটি কর্পোরেশনের ময়লা বহন করার গাড়িতে ঝুলে সে পগার পার হয়ে যায়। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। অস্বাস্থ্যকর আইসক্রিম রাস্তাঘাটে ফেরি করে যেসব রঙ-বেরঙের আইসক্রিম বিক্রি করা হয় তা খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক নয়। কারণ এগুলো তৈরি করা হয় খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এবং এতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। অভিভাবকরা শিশুদের আবদার পূরণ করতে এগুলো কিনে দেন। এ ব্যাপারে সবারই সচেতন হওয়া প্রয়োজন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×