ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জুন ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়

বিশেষ প্রতিনিধি ॥ গুপ্তহত্যাকারী ও তাদের দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশ, বর্ণিল নানা আয়োজনে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি অনুষ্ঠানেই সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। সকালে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধার ফুলে ফুলে ভরিয়ে দেন ধানম-ির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এ সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থিত সবার কণ্ঠে উচ্চারিত হয়েছেÑ ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘মুজিবের বাংলায়, খুনী-গুপ্তহত্যাকারীদের ঠাঁই নাই’ ইত্যাদি নানা সেøাগান। সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
×