ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ এখন ঘুগনি কারখানা

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জুন ২০১৬

ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ এখন ঘুগনি কারখানা

মনোয়ার হোসেন ॥ ঐতিহাসিক স্থাপনা জিনজিরা প্রাসাদ এখন পরিণত হয়েছে ঘুগনি বানানোর কারখানায়। নবাব সিরাজ-উদ- দৌলার পরিবারের স্মৃতিবহ ভবনটিতে দূষণ ছড়িয়ে প্রতিদিন পুড়ছে কড়াই। জ্বলন্ত চুলায় ভাজা হচ্ছে ছোলা বা বুট। ইতিহাসের পাতা থেকে বিলীন হওয়ার পথে এগুচ্ছে মোগল আমলের নির্মিত স্থাপত্যশৈলী। দখলের থাবায় ধ্বংস হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতœসম্পদ। তবে নির্বিকার এই সম্পদ রক্ষার কর্তৃপক্ষ প্রতœতত্ত্ব অধিদফতর। সবকিছু জেনেও যেন দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের প্রতœসম্পদ দেখভালের দায়িত্বপ্রাপ্ত সরকারী প্রতিষ্ঠানটি। দায়ী করা হচ্ছে যথাযথ আইন প্রণয়ন, প্রয়োগ ও জনবল স্বল্পতাকে। বৃহস্পতিবার ছিল ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। ১৭৫৭ সালের এই দিনে প্রাসাদ ষড়যন্ত্রে পরাজিত হন নবাব সিরাজ-উদ- দৌলা। নবাবের পরাজয়ের সঙ্গে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। কয়েকদিন আগে সরেজমিনে পরিদর্শন করা হয় নবাব পরিবারের স্মৃতিধন্য বুড়িগঙ্গার পাড়ঘেঁষা কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদ। ইতিহাসের সাক্ষী এই প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল নবাব সিরাজের মা আমেনা বেগম, স্ত্রী লুৎফুন্নেছা, মেয়ে উম্মে জোহরা, মাতামহ শরফুন্নেছা এবং প্রাসাদ ষড়যন্ত্রের অন্যতম রূপকার নবাবের খালা ঘষেটি বেগমসহ দাসীদের। কেরানীগঞ্জের জিনজিরার সরু গলি পেরিয়ে নবাবী আমলের স্মৃতির সাক্ষী ভবনটির সামনে গিয়েও যেন খুঁজে পাওয়া যায় না জিনজিরা প্রাসাদ। নেই কোন নামফলক। দেখেও বোঝার উপায় নেই। বাইরে থেকে শুধু চোখে পড়ে পৌনে চারশ বছর আগে নির্মিত ভবনটির ফটকের মোগল স্থাপত্যরীতির কারুকাজ। বাকিটায় নতুন করে চুন-সুরকি বসিয়ে দেয়া হয়েছে মূল ভবনটির শরীরে। ভেতরে প্রবেশ করতেই দরজা খুললেন দখলদারের ভাড়া দেয়া এখানকার বাসিন্দারা। নজরে আসে চুলার ওপর বিশাল এক কড়াই। একটি নয় বেশ কয়েকটি। তার কোনটিতে ছোলা সিদ্ধ করা হচ্ছে আবার কোনটিতে বা ভেজে তৈরি করা হচ্ছে ঘুগনি। পূর্বের তিনটি বড় কক্ষকে এখন ছয় কক্ষে বিন্যাস করে ভাড়া খাটানো হচ্ছে। বাসিন্দাদের নাম জানতে চাইলে অপারগতা প্রকাশ করে বলেন, আমরা তো ভাই ভাড়া থাকি। খেটে খাওয়া মানুষ। প্রতি মাসে শিপু ভাইকে ঘরপ্রতি ভাড়া দেই। আর এভাবেই দখলের মচ্ছবে যেন থেকেও হারিয়ে যাচ্ছে নবাবী আমলের স্মৃতির স্মারক জিনজিরা প্রাসাদ।
×