ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপরাধমূলক সব ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশ জড়িত ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:১৪, ২৪ জুন ২০১৬

অপরাধমূলক সব ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশ  জড়িত ॥  খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ দেশে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে তা আওয়ামী লীগ ও পুলিশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন হলে লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করে দেয়া হয়েছে। খালেদা জিয়া অভিযোগ করেন, সন্ত্রাসী ধরার অভিযানের নামে সারাদেশে গণগ্রেফতার করা হচ্ছে। অপরাধ করছে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীবাহিনী আর গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। সম্প্রতি ফাহিমকে এভাবে হত্যা করা হয়েছে। ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হয়নি। পুলিশ ফাহিমকে হত্যা করেছে। খালেদা জিয়া বলেন, দেশে অপরাধ সাধারণ মানুষ করে না, অপরাধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ। আর ধরে ধরে শাস্তি দেয়া হয় বিএনপির নেতাকর্র্মী ও সাধারণ মানুষকে। তিনি বলেন, জঙ্গী দমনের নামে ১৫ হাজার লোক আটক করা হয়েছে, এরা কেউ প্রকৃত অপরাধী নয়। কেবলমাত্র গ্রেফতার বাণিজ্য করার জন্য এদের আটক করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের অবস্থা খারাপ হয়। এ দলটি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের অবস্থা খারাপ হয়েছে। স্বাধীনতার পর তারা ক্ষমতায় এসে দেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থাসহ সব ধ্বংস করে দিয়েছিল। ফলে দেশে এমন দুর্ভিক্ষ হয়েছিল যে, হাজার হাজার লোক তখন মারা গিয়েছিল। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, দলের সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, এম এ মান্নান, ব্যারিস্টার হায়দার আলী, দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য সেলিম উদ্দিন, এ্যাডভোকেট মশিউল আলম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর সভাপতি এ্যাডভোকেট আজহারুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা আহসান হাবিব লিংকন, দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ। লেবার পার্টির অন্য নেতাদের মধ্যে ইফতার মাহফিলে যোগ দেন মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সহ-সভাপতি ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আল আলী, মাহবুবুর রহমান খালেদ, উম্মে হাবীবা রহমান প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, অস্ট্রেলিয়ার সাবেক ডেপুটি হাইকমিশনার টিম বোলোটনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
×