ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনা-মংলা রেললাইন প্রকল্প পরিদর্শনে ভারতীয় প্রতিনিধি দল

প্রকাশিত: ০৪:১৯, ২৪ জুন ২০১৬

খুলনা-মংলা রেললাইন প্রকল্প পরিদর্শনে ভারতীয় প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভারতের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে খুলনা-মংলা রেললাইন প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র ও প্রস্তাবিত অর্থনৈতিক জোন নির্মাণ এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতা এক্সটার্নাল এ্যাফেয়ার্স বিভাগের যুগ্মসচিব অজিত গুপ্ত বলেন, তিন মাসের মধ্যে খুলনা-মংলা রেললাইনের মূল নির্মাণকাজ শুরু হবে। প্রকল্পের অধিগ্রহণকৃত জমি হস্তান্তর হলে অগ্রাধিকার ভিত্তিতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যেই রূপসা নদীর ওপর পাঁচ কিলোমিটার দীর্ঘ রেল সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সকালে অজিত গুপ্তের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল প্রথমে খুলনার লবণচরা এলাকায় রূপসা নদীর ওপর রেল সেতুর নির্মাণকাজ পরিদর্শন করে। এর পর রামপালের শাপমারীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র, মংলায় রেললাইনের প্রকল্প এবং বটিয়াঘাটার মাথাভাঙ্গা, রামপাল ও মংলায় পৃথক তিনটি অর্থনৈতিক জোন নির্মাণ এলাকা পরির্দশন করে। এ সময় ভারতীয় এক্সটার্নাল এ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের উপসচিব প্রেম কে নায়ার, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা দেবাঞ্জন রায় এবং এ প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের প্রতিনিধি অরুণ শর্মা, অজয় রাহা ও মি. সানি, প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, ইরকনের প্রতিনিধি একে সিনহা উপস্থিত ছিলেন। খুলনায় এক চরমপন্থীর ১৭ বছরের কারাদ- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অস্ত্র মামলায় ইব্রাহিম শেখ (৪২) নামে এক চরমপন্থীকে ১৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নূরুল ইসলাম এ রায় দেন। রায়ে পৃথক দুটি ধারার একটিতে ১০ বছর এবং অপরটিতে ৭ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। উভয় দ- একই সঙ্গে চলবে বলে আদালত সূত্রে জানা গেছে। জানা যায়, ২০১৪ সালের ২৪ এপ্রিল রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ নন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের বাগান বাড়িতে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) কয়েক সশস্ত্র ক্যাডার গোপন বৈঠক করছে। রাত পৌনে ১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ইব্রাহিম শেখকে পুলিশ আটক করে। পরে ওই বাগানবাড়ির পাশ থেকে একটি দেশী তৈরি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির ঘোসা উদ্ধার করে পুলিশ।
×