ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিয়ের সাড়ে চার বছর আগেই তালাক!

প্রকাশিত: ০৪:১৯, ২৪ জুন ২০১৬

বিয়ের সাড়ে চার বছর আগেই তালাক!

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জুন ॥ সদর উপজেলার হুগড়া ইউনিয়নে কাজীর কারসাজিতে বিয়ের প্রায় সাড়ে চার বছর আগেই তালাকের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বেআইনী ও ন্যক্কারজনক অপকর্মটি করেছেন সদর উপজেলার ১০নং হুগড়া ইউনিয়নের কাজী মাওলানা আবুল হাশেম। জানা যায়, গত ২০১৫ সালের ১ নবেম্বর ওই ইউনিয়নের উত্তর হুগড়া গ্রামের জোলহাজ উদ্দিন মোল্লার ছেলে স্বপন মোল্লার (২২) সঙ্গে এক লাখ টাকা রেজিস্ট্রি কাবিনমূলে একই ইউনিয়নের নন্দবালা গ্রামের কাশেম আলীর মেয়ে সোনিয়া আক্তারের (১৮) বিয়ে হয়। বিয়ে রেজিস্ট্রি করেন হুগড়া ইউনিয়নের কাজী (বিয়ে ও তালাক নিবন্ধক) মাওলানা আবুল হাশেম। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকসংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে সোনিয়া আক্তার তার বাবার বাড়ি চলে যায়। কিছুদিন পর সোনিয়া স্বামীর তালাকের নোটিস পান। তালাক রেজিস্ট্রি করেন তাদের বিয়ে রেজিস্ট্রি করানো একই ব্যক্তি কাজী মাওলানা আবুল হাশেম। নোটিসে তালাক রেজিস্ট্রির তারিখ ২৮/০৩/১১ তারিখ। অথচ একই কাজী গত ০১/১১/১৫ তারিখে তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করেন। সোনিয়ার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ওই টাকার বিনিময়ে অনৈতিক এ কাজটি করেছেন। এ রকম অনৈতিক কাজের কারিগর কাজী মাওলানা আবুল হাশেম জানান, বিয়ের আগেই তালাক নিবন্ধন করার কোন নিয়ম নেই, তিনি এটা করেননি। তার প্রেরিত ও স্বাক্ষরিত বিয়ের রেজিস্ট্রি ও তালাক নিবন্ধনের কাগজ দেখানো হলে তিনি আমতা আমতা করেন। কিছুক্ষণ চুপ থাকার পর বলেন, ভুলে হয়ে থাকতে পারে। অপহৃত ছাত্রী টুম্পা ২২ দিনেও উদ্ধার হয়নি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী টুম্পা ঘোষ ২২ দিনেও উদ্ধার হয়নি। এদিকে মেয়ের চিন্তায় মা পারুল ঘোষ ও বাবা ক্ষুদ্র ব্যবসায়ী সামু ঘোষ এখন অসুস্থ হয়ে পড়েছেন। ৯ম শ্রেণীর ছাত্রী টুম্পা গত ২ জুন নিখোঁজ হয়। এ ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এনজিও কর্মচারী মাসুদ রানার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরী টুম্পার। প্রেমিকের সঙ্গে কথা বলার সময় স্থানীয় লম্পট সোহেল মৃধা ও বাজার পাহারাদার স্বপন তাদের জিম্মি করে। পরে এনজিও সি-দ্বীপ’র বাবুর্চি মনি বেগম ওরফে সোনাবানুর এবং পাশের মর্জিনা বেগমের বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় প্রেমিক মাসুদের কাছে থাকা ১৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও দুটো মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয় এবং টুম্পাকে একা অন্য এক স্থানে নিয়ে যায় লম্পটরা।
×