ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশাল, দিনাজপুর, বোয়ালমারী, চট্টগ্রাম, চাঁদপুর, রুপগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দশজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের- বরিশাল ॥ নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন সিএন্ডবি সড়কে বুধবার রাতে সুগন্ধা পরিবহনের চাপায় অটোরিক্সা যাত্রী জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ আরও তিন যাত্রী। নিহত জাহাঙ্গীর সাতমাইল ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা। আহতদের শেবাচিমে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই রাত নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন আনসার আলী বেগ (৭০) মারা গেছেন। তিনি ঝালকাঠি জেলার রাজপাশা গ্রামের মৃত আফসার আলী বেগের ছেলে। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার চুনিয়াপাড়ায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ফায়ার সার্ভিসের উদ্ধার দল ট্রাকের দরজা কেটে চালকসহ ৪ জনকে বের করে। নিহত ট্রাকচালক বাবুল মিয়া (৪৫) কিশোরগঞ্জ জেলার ঘাটাশিয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে। বোয়ালমারী, ফরিদপুর ॥ বোয়ালমারী উপজেলার আলফাডাঙ্গা সংযোগ সড়কের ছত্রকান্দা কাউছারের বাড়ির সামনে বৃহস্পতিবার মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে দুইজন মারা গেছে ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেনÑ পাশের সালথা উপজেলার বাবুই খোলা গ্রামের জাবের ফারাজী (৫০) ও ফরিদপুর কোতোয়ালি থানার আড়ুয়াডাঙ্গি গ্রামের ইয়াকুব ওরফে আকু ডাক্তার (৬৫)। বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে মাহেন্দ্রতে যাত্রীরা আলফাডাঙ্গা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত জাবের ও ইয়াকুবকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। বাকি আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার কালপীরে ডাঃ মফিজুল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার রাতে পীরগঞ্জ-বীরগঞ্জ মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। দিনাজপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত দুজন হলেন ট্রাক চালক দিদারুল আলম (৩৮) ও তার সহকারী লিটন (৩২)। চট্টগ্রামমুখী ট্রাকটি চিনকি আস্তানা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক দিদার। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হেলপার লিটনকে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালক ও হেলপারের বাড়ি চট্টগ্রামের সীতাকু- উপজেলার মনাঘোনা গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চাঁদপুর ॥ হাজীগঞ্জ পৌর এলাকায় ট্রাক্টরচাপায় ফারুক হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর-কুমিল্লা সড়কের ধেররায় চলন্ত ট্রাক্টরের ত্রিপল আটকানোর সময় পা-পিছলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হাজীগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামের আবদুল মান্নানের ছেলে। রূপগঞ্জ ॥ নারায়নগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় এরশাদ মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। এরশাদ মিয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বাইকেরছড়া এলাকার দিলাত মিয়ার ছেলে। তিনি ব্রিজ নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
×