ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে মরতে চান নূরুল ইসলাম

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জুন ২০১৬

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে মরতে চান নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দেশের জন্য লাল সূর্য ছিনিয়ে আনতে জীবনের মায়া ত্যাগ করে অস্ত্র হাতে নিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন অন্যদের সঙ্গে মহেশখালীর মোহাম্মদ নূরুল ইসলামও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেশ স্বাধীনের ৪৬ বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হননি তিনি। মহেশখালীর ছোট মহেশখালী সীপাহিপাড়ার মরহুম আব্দুল কাদেরের পুত্র মোহাম্মদ নূরুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনবাজি রেখে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ভারতের আসামে মুক্তিবাহিনীর সঙ্গে ট্রেনিং করে এসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের ২নং সেক্টরের হয়ে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধকালে পাঞ্জাবিরা (পাকিরা) মোহাম্মদ নূরুল ইসলামের সিপাহিপাড়ার নিজ বসতবাড়িতে আগুন দেয়। এতে বাড়ির মালামালসহ সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তখনও বুকে লাল সূর্য স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে যান নূরুল ইসলাম। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে চলে আসেন নিজ বাড়িতে। নূরুল ইসলাম আরও জানান, দেশ স্বাধীনতা পরবর্তীতে মহেশখালী উপজেলায় মুক্তি যোদ্ধাদের তালিকা প্রণয়ন করার সময় ওই তালিকায় থেকে বাদ পড়ে গেছে মোহাম্মদ নুরুল ইসলামের নাম। তিনি ওই তালিকায় বাদ পড়ার খবর জানতে পেরে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমানাদিসহ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদনও করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৫ মে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একটি চিটিও দেন নূরুল ইসলামকে। ওই চিঠিতে তিনিসহ বিভিন্ন জেলার আরও ৫ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তির অনুলিপিও রয়েছে। সেখানে মোহাম্মদ নূরুল ইসলামের নাম ২নং এ রয়েছে। পরে ওই চিঠির উত্তর এখনও আর কোন সাড়া মেলেনি বলে জানান মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। জীবনের প্রায় শেষ বয়সে এসেও দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় হতাশায় ভুগছেন তিনি। অসুস্থ এ মুক্তিযোদ্ধার এখন শুধু একটিই স্বপ্ন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়েই তিনি মৃত্যু বরণ করতে চান।
×