ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৪০ কোটি ডলার লোকসান মিৎসুবিশির

প্রকাশিত: ০৪:১৪, ২৪ জুন ২০১৬

১৪০ কোটি ডলার লোকসান মিৎসুবিশির

মাইলেজ প্রতারণার দায়ে চলতি অর্থবছরে ১৪০ কোটি ডলার লোকসান গুনতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে মিৎসুবিশি। বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘ ৮ বছর পর এই প্রথম কোন অর্থবছরে লোকসান গুনতে হচ্ছে। বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন এর পরিমাণ তার চেয়ে প্রায় দ্বিগুণ। জাপানে ছোট মডেলের মিনিকার ব্যাপক জনপ্রিয়। বেশি মাইলেজ দেখিয়ে সেগুলো গত কয়েক দশক ধরে বিক্রি করে আসছিল মিৎসুবিশি। সম্প্রতি সে কথা স্বীকার করেছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠানটি। সেই স্বীকারোক্তির দুই মাস পর এ আশঙ্কার কথা জানাল তারা। মাইলেজ কেলেঙ্কারির পর দেশের অভ্যন্তরে ছোট গাড়ি বিক্রি করা বন্ধ করে দেয় মিৎসুবিশি। তাছাড়া একই কারণে বিশ্ব বাজারে তাদের গাড়ি বিক্রিও উল্লেখযোগ্য হারে কমে যায়। -অর্থনৈতিক রিপার্টার ইউনিলিভার প্রতি বছর ৯০০ কোটি ডলারের বিজ্ঞাপন দেয় সারা বিশ্বের ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ইউনিলিভার। প্রতিষ্ঠানটি তাদের এই জনপ্রিয়তা ধরে রাখতে এবং উত্তরোত্তর বাড়াতে নানাভাবে প্রচারণা চালায়। বিবিসি এক খবরে জানিয়েছে, বিজ্ঞাপন বাবদ ইউনিলিভার প্রতিবছর ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড বা প্রায় ৯০০ কোটি ডলার অর্থ ব্যয় করে। আইসক্রিম থেকে শুরু করে ডোব সাবান পর্যন্ত ৪০০টির বেশি ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিজ্ঞাপন নিয়ে এক নির্দেশনা দিতে গিয়ে ইউনিলিভার জানায়, তাদের অনেক বিজ্ঞাপনেই যৌনতাকে প্রাধান্য দেয়া হয়েছে। যেখানে প্রায় ৪০ শতাংশ নারীই বিজ্ঞাপনে তাদের প্রকৃত চিত্র চিনতে পারেনি। এখন থেকে এটা আর হবে না জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, বিজ্ঞাপনে যৌনতার ব্যবহার কমিয়ে দেয়া হবে। তাছাড়া যেসব বিজ্ঞাপনে যৌনতাকে অত্রিমাত্রায় স্থান দেয়া হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে। -অর্থনৈতিক রিপার্টার শাহজালাল বিমানবন্দরে নতুন কার্গো শেড উদ্বোধন অর্থনৈতিক রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন কার্গো শেড উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিজিএমইএর সহযোগিতায় নির্মিত এই কার্গো-শেড উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনীতে বিমানমন্ত্রী মেনন বাংলাদেশের ‘রফতানি ও আমদানির পরিমাণ দিন দিন অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে’ জানিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিমানবন্দর উন্নয়ন ‘পরস্পর সম্পৃক্ত’ বলে মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘মানুষের চাহিদা পূরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে রফতানি ও আমদানির বিকল্প নেই। এই প্রক্রিয়ার বিশাল একটি অংশ বিমানবন্দর দিয়ে সম্পন্ন হয়।
×