ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বায়োমেট্রিক পদ্ধতিতে থামছে না নতুন টাকার দালালদের দৌরাত্ম্য

প্রকাশিত: ০৪:১৩, ২৪ জুন ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে থামছে না নতুন টাকার দালালদের দৌরাত্ম্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ঈদে গ্রাহকদের নতুন টাকা দেয়ার পদ্ধতি চালু করেও দৌরাত্ম্য কমছে না অসাধু ব্যবসায়ীদের। সুষ্ঠু তদারকির অভাবে সুযোগ নিচ্ছে নতুন টাকার ফড়িয়ারা। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি কঠোরভাবে নজরদারির পরামর্শ গ্রাহকদের। ঈদে অনেকেরই অন্যতম আকর্ষণ নতুন টাকা। বাড়তি চাহিদাকে মাথায় রেখে প্রতিবছর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নতুন টাকা ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারও গ্রাহকদের সেবায় দেয়া হচ্ছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট। লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বদলে নতুন নোট বুঝে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বায়োমেট্রিক পদ্ধতিতে সপ্তাহে একজন ব্যক্তি একবারই টাকা উঠাতে পারবেন। এরপরও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেই ডিজিটাল চালাকির আশ্রয় নিচ্ছে প্রায় ১০ জন ফড়িয়া। অতিরিক্ত টাকা উঠাতে বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে আনা হচ্ছে শিশু ও নারীদের। তবে সমস্যার কথা স্বীকার করলেও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেই সবাইকে টাকা উঠাতে হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক ছাড়াও দেশের ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বদলে নেয়া যাবে আগামী ৪ জুলাই পর্যন্ত। বাটার ৯২ শতাংশ জুতা বাংলাদেশের অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের ৭০টি দেশে গুণগত মানসম্পন্ন জুতা তৈরির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে বাটা। আর বাংলাদেশেও ১৯৬২ সাল থেকে জুতার বাজারে বাটা কোম্পানি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গত বুধবার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক ইফতার পার্টিতে এসব কথা জানান বাটা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানায়, প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন জুতা বিক্রি করা হয়। বিসিআইসি সারসংক্রান্ত বিষয়ে হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলারের মাধ্যমে ইউরিয়া সার কৃষক পর্যায়ে সরবরাহ করে থাকে। ইউরিয়া সারসংক্রান্ত কোন প্রশ্ন, অভিযোগ বা কোন তথ্য জানার থাকলে তা কৃষক, ডিলার বা অন্য যে কোন ব্যক্তি যাতে তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারে তার জন্য বিসিআইসি সম্প্রতি কৃষি সেবা হেল্পলাইন চালু করেছে। কৃষক, ডিলার বা অন্য কোন ব্যক্তি বিপণন বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা হাবিব আহম্মেদের ০১৫১১৬৬২৫২৭ ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জিনাত কাওসারের ০১৭৮৭৬৬২৫২৭ নম্বরে ফোন করে তাদের প্রশ্ন, অভিযোগ বা কোন তথ্য জানার থাকলে তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারেন। তাছাড়া বিসিআইসির ওয়েবসাইটেও ভিজিট করে এ সেবা নিতে পারেন। -বিজ্ঞপ্তি
×