ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশিত: ২১:০৪, ২৩ জুন ২০১৬

রাজশাহীতে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে পুরো রাজশাহী অঞ্চল। কোনো ঝড়ো হাওয়া নেই, বুধবার সন্ধ্যার এক পশলা বৃস্টির পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজশাহী অঞ্চল। সারারাত পেরিয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্তও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে রোজার মাসে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এ অঞ্চলের মানুষ। বন্ধ রয়েছে সব ধরনের কলকারখানা। বিদ্যুৎ সংকটের কারণে ঈদের বাজারে কেনাকাটা লাটে উঠেছে। রাজশাহী থেকে প্রকাশিত বেশীরভাগ সংবাদপত্র বৃহস্পতিবার প্রকাশিত হয়নি। বিদ্যুতের অভাবে থমকে গেছে সব ধরনের কার্যক্রম। অফিস আদালত, ব্যাংক বীমা কোম্পানীগুলোতেও বিপর্যয় নেমে এসেছে। কখন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বৃষ্টির সময় রাজশাহীর কাটাখালিতে স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্রের সঞ্চলন লাইনে বড় ধরনের ত্রুটির মধ্যে পড়ে। এরপর থেকে রাজশাহী অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা। রাতে কিছু কিছু এলাকায় সামান্য সময়ের জন্য বিদ্যুত সংযোগ দেয়া হলেও কয়েক মিনিটের মধ্যে আবারো বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে টানা ২০ ঘণ্টার বেশী সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বন্ধ আছে কম্পিউটার, ফটোকপিসহ বিভিন্ন দোকাপাটের কার্যক্রম। বুধবার সন্ধ্যায় ইফতারিসহ বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যেই মুসল্লিদের সেহরি খেতে হয়েছে। নামাজও আদায় করতে হয়েছে অন্ধকারের মধ্যে। বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা গেছে বেশীরভাগ দোকানপাট বন্ধ। নগরীর আরডিএ মার্কেটে ভুতুড়ে পরিবেশ লক্ষ্য করা গেছে। অন্ধকারের কারণে অনেকে দোকান খোলেন নি। ব্যবসায়ীরা বলছেন বিদ্যুৎ বিভ্রাটে ঈদের কেনাকাটা লাটে উঠেছে। ক্রেতারা আসলেও দোকানে আলোর ব্যবস্থা না থাকায় বিক্রি করা যাচ্ছে না। এদিকে ব্যাংক বীমা ও সরকারি অফিস আদালতেও কার্যক্রম বিঘিœত হয়েছে। নগরীর অনেক বাড়িতে বিদ্যুতের অভাবে পানি সংকট দেখা দিয়েছে। সকাল থেকে অনেক এলাকার বাসাবাড়িতে পানির জন্য হাহাকার পড়ে গেছে। রাজশাহী থেকে প্রকাশিত ১১ টি দৈনিক পত্রিকার মধ্যে বেশীরভাগই প্রকাশিত হয়নি। এমন বিদ্যুৎ বিপর্যয় অতিতে হয়নি বলে দাবি করেন অনেকে।
×