ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার মামলায় রফিকুল ইসলাম মিয়ার জামিন

প্রকাশিত: ২০:৪০, ২৩ জুন ২০১৬

নাশকতার মামলায় রফিকুল ইসলাম মিয়ার জামিন

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ আজ বৃহস্পতিবার তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। এর আগে ৩১ মে ও ৯ জুন আরও ১২ মামলায় তাকে জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এ মামলায় জামিন পাওয়ায় তিনি সব মামলায় জামিন পেলেন। গত ১৬ মে বিচারিক আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন বিএনপির এ সিনিয়র নেতা। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে এ সব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
×