ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছে বিস্কুট পাউরুটি, জরিমানা

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ জুন ২০১৬

বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছে বিস্কুট পাউরুটি, জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ এমোনিয়াম নাইট্রেট একটি বিষাক্ত কেমিক্যাল। মানবদেহের কিডনি ও লিভারের জন্য এই কেমিক্যাল খুবই ভয়ঙ্কর। এমন বিষাক্ত কেমিক্যাল দিয়ে বিস্কুট, পাউরুটি ও অন্যান্য খাবার তৈরি করার অপরাধে চকবাজারের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এগুলো হচ্ছেÑ মীম ফুড প্রডাক্টস, টেস্টি ফুড ও আল নূর প্রডাক্টস। তিন প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সারওয়ার আলম জানান, রাসায়নিকটি ব্যবহার করলে বিস্কুট ও পাউরুটি ফোলে। দীর্ঘদিন সতেজ থাকে। সহজে পচে না। এর সঙ্গে কাপড় তৈরির রং মিশিয়ে উৎপাদন করা হয় খাবার সামগ্রী। এছাড়া চকবাজারের জ্যাম সেমাই ফ্যাক্টরিতে নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে দ- ॥ সূত্রাপুর থানাধীন ২৪নং আর এম দাস রোডের টনির ঘর নামক স্থানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মরিয়ম বেগমের (৫০) বসতঘরে ভ্রাম্যমাণ আদালত ছোট-বড় ৪৬ বোতল ৮৮ লিটার দেশী মদ উদ্ধার করে। মদ্যপ অবস্থায় এখান থেকে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়। শুল্ক ফাঁকির দায়ে ৯৮ লাখ টাকা জরিমানা ॥ চীন থেকে কাপড় আমদানিতে মিথ্যা ঘোষণা এবং ওজন কম দেখিয়ে প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে শায়েস্তা খান রোডের মেসার্স জোসনা ট্রেডার্সের কাছ থেকে ব্যক্তিগত জরিমানাসহ ৯৮ লাখ টাকার শুল্ক আদায় করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
×