ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৮:২১, ২৩ জুন ২০১৬

গাইবান্ধায় লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ জুন ॥ বোনারপাড়া রেল স্টেশন এলাকায় বুধবার দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে ঢাকাগামী ওই ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণ গেটে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরের খামখেয়ালিপনার কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে। বোনারপাড়া স্টেশন মাস্টার আব্দুল জলিল জানান, গাইবান্ধা থেকে ট্রেনটি বোনারপাড়া স্টেশনে ঢোকার পর নিয়মিত বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে সামান্য দূরে দক্ষিণ রেলগেটে গিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ভাগ্যক্রমে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে দোলনচাপা ট্রেনটি সোনাতলা স্টেশনে আটকে রাখতে হয়। বিকেল পাঁচটার দিকে ইঞ্জিন লাইনে স্থাপন করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেন দুর্ঘটনার ফলে যাত্রীরা দীর্ঘ সময় আটকা পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়ে।
×