ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নতুন জেইন মার্গোট রোবি

প্রকাশিত: ০৭:২৬, ২৩ জুন ২০১৬

নতুন জেইন মার্গোট রোবি

নতুন টারজান আসছে আবার রুপালি পর্দায়। এবার টারজান এর নতুন এ্যাডভেঞ্চার দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি সিনেমাদর্শক। হলিউডে টারজানের গল্প নিয়ে সিনেমা আজকের নতুন কোন বিষয় নয়। বনের রাজা টারজানকে নিয়ে কৌতূহল দুনিয়াজুড়ে। সবার কৌতূহল, এবার টারজান কি করবে? হলিউড ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে রুপালি পর্দায় টারজানকে হাজির করেছেন বিভিন্ন চিত্রনির্মাতা। বাংলাদেশ এবং ভারতেও টারজান কেন্দ্রিক অনেক এ্যাডভেঞ্চার সিনেমা তৈরি হলেও সেগুলো মানসম্পন্ন হয়নি। ফলে দর্শক হলিউডে নির্মিত টারজান ফিল্মকে বেশি গুরুত্ব দেন। অল্প কিছুদিনের মধ্যে বড়পর্দায় হাজির হচ্ছে নতুন টারজান। এবারের ছবিটির নাম ‘দ্য লিজেন্ড অব টারজান’। অত্যাধুনিক প্রযুক্তি এবং চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্টের ছড়াছড়ি থাকছে ছবিটিতে। টারজানের পাশে তার সঙ্গিনী জেইন পোর্টার চরিত্রটিও বার বার দর্শকদের আলোড়িত করেছে। নতুন টারজানের সঙ্গিনী হয়ে রুপালি পর্দায় উপস্থিত হবেন মার্গোট রোবি। বনের রাজা টারজান রুপালি পর্দায় যখনই হাজির হয়েছে তখনই দর্শক তাকে সাদরে গ্রহণ করেছে। ছেলে বুড়ো সব বয়সী দর্শকের কাছে দারুণ জনপ্রিয় এক চরিত্র টারজান। বনে জঙ্গলে তার চোখ ধাঁধানো সব দুর্ধর্ষ এ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে এ পর্যন্ত অসংখ্য সিনেমা টিভি সিরিজ তৈরি হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায়। হলিউডে যুগে যুগে নির্মিত হয়েছে টারজান ফিল্ম। সাম্প্রতিক নির্মিত হয়েছে আরেকটি নতুন টারজান। ফিল্ম দ্য লিজেন্ড অব টারজান’, যা মুক্তি পাবে খুব শীঘ্রই। এবার টারজান রূপে পর্দায় আসছেন আলেক্সজান্ডার স্কারসগার্ড। এ ছবিতে টারজান সঙ্গিনী জেইন পোর্টার চরিত্রে রূপদান করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গোট রোবি। এ পর্যন্ত নির্মিত বিভিন্ন টারজান মুভিতে জেইন চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে সাড়া তুলেছেন এবং জনপ্রিয় হয়েছেন অনেক অভিনেত্রী। এবার জেইনরূপে আসছেন মার্গোট রোবি। তার পুরো নাম মার্গোট এলিস রোবি। আগামী জুলাইয়ে ২৬ এ পা রাখবেন সুন্দরী মেধাবী এই অভিনেত্রী। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তার জন্ম। তার বাবা ছিলেন একজন খামার মালিক আর মা ফিজিওথেরাপিস্ট। একটি কৃষক পরিবারে বেড়ে উঠলেও রোবি অন্যান্য কাজকর্মে নিজেকে ব্যস্ত করে তুলেছিলেন। কিশোরী বয়সেই ড্রামা স্কুলে ভর্তি হয়েছিলেন নিজের আগ্রহে। সমারসেট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন রোবি। যখন তার বয়স ১৭, মেলবোর্ন পাড়ি জমান পেশাদার অভিনেত্রী হিসেবে নাম লেখানোর আশায়। ২০০৭ সাল থেকে পেশাদার অভিনয়ে নিজেকে সম্পৃক্ত করেন মার্গোট রোবি। দুটি ফিচার ফিল্ম ‘আই সি ইয়্যু’ এবং ‘ভিজিনেট’ এ অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় তার পথচলা শুরু। অভিনয়ে সুযোগ পেতে মার্গোট রোবি কোন এজেন্ট নিয়োগ করেননি, আপন যোগ্যতায় অডিশন গ্রহণকারীদের মুগ্ধ করেছিলেন। অস্ট্রেলীয় সাড়া জাগানো টিভি সিরিজ ‘নেইবারস’ তাকে ঘরে ঘরে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছিল। শুরুতে এই টিভি সিরিজে ছোট্ট একটি রোলে অভিনয় করলেও পরবর্তীতে সেই চরিত্রের কলেবর বেড়ে যায় রোবির অভিনয়গুণে। মূলত ২০০০ সালে অস্ট্রেলীয় ইন্ডিপেনডেন্ট ফিল্ম এ কাজ করার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু। এরপরেই নেইবারস টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তুমুল জনপ্রিয়তা বজায় রেখেছিল ‘নেইবারস’। এই টিভি সিরিজে অভিনয় করে মার্গোট রোবি দুটি লগি এ্যাওয়ার্ড এর মনোনয়ন লাভ করেছিলেন।
×