ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৭:২৩, ২৩ জুন ২০১৬

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ৯ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৪০ কোটি ৪১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটি মোট ৮৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২২ কোটি ৪৪ লাখ টাকা। মালেক স্পিনিং ১৯ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইবনে সিনা ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া বেক্সিমকো ফার্মা ২ লাখ ও রেনেটা ৬৫ হাজার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। বুধবার রাজধানীর মতিঝিলে বিসিআইসি অডিটোরিয়ামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে এ অনুমোদন দেয়া হয়। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ১৬ টাকা ১৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×