ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেনে স্থবিরতা

প্রকাশিত: ০৭:২২, ২৩ জুন ২০১৬

পুঁজিবাজারে লেনদেনে স্থবিরতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দরপতনে যেন স্থবির হয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। সূচক ও লেনদেন কোনভাবেই যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। একদিন সূচক সামান্য বাড়লেও পরের দিনই আবার নিচে নেমে যাচ্ছে। লেনদেনেও রয়েছে একই চিত্র। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে শুধু একদিন ৫শ’ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছিল। এছাড়া বাকি সবদিনই লেনদেন তিনশ থেকে চারশ কোটির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারে এই বাজারে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এই হিসেবে ডিএসইতে ৭০ লাখ টাকার বা দশমিক ২ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১০ পয়েন্টে। দিনটিতে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৭০ পয়সা দরে। কোম্পানিটি ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন শুরু করে। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৪০ বারে ৭১ লাখ ৫১ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৫ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা স্পিনার্সের ৫০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৫০ পয়সা দরে। কোম্পানিটি ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন শুরু করে। এদিন কোম্পানিটি ৪০৩ বারে ১১ লাখ ৬১ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৯৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার দর ৮০ পয়সা বা ৪ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সাফকো স্পিনিং, ইবনে সিনা, ফুয়াং ফুড, সি এ্যান্ড এ টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে বেড়েছে ১২০টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ারের দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, সেন্ট্রাল ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, ডরিন পাওয়ার ও আমান ফিড।
×