ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিটু-সাইদুল ॥ দুই কোচই চান জিততে

প্রকাশিত: ০৭:১০, ২৩ জুন ২০১৬

টিটু-সাইদুল ॥ দুই কোচই চান জিততে

স্পোর্টস রিপোর্টার ॥ বলা হয়ে থাকে ফুটবলে অধিনায়ক কেবল নামেই অধিনায়ক, আসলে তিনি খেটে খাওয়া শ্রমিক ছাড়া কিছুই নন! আসল অধিনায়ক যদি কাউকে বলতে হয়, তাহলে তিনি হচ্ছেন কোচ। তার দিক-নির্দেশনায়, পরিচালনায়-পরিকল্পনায় দলের জয় বা ড্র নির্ধারিত হয়। ফুটবল দলকে যদি একটা জাহাজের সঙ্গে তুলনা করা হয়, তাহলে নিঃসন্দেহে সে জাহাজের ক্যাপ্টেন হচ্ছেন কোচ। শিপ ক্যাপ্টেন এবং ফুটবল কোচের মধ্যে আরেকটি মিল আছে। জাহাজডুবি হলে দায়ী করা হয় ক্যাপ্টেনকে, তেমনি দলের ভরাডুবি ঘটলে বা সাফল্য না ফেলে বলিরপাঁঠা বানানো হয় এ কোচ মহাশয়কেই! আজ ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিতে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ বনাম টিম বিজেএমসি। কে জিতবে আজ? কোন কোচ হাসবেন বিজয়ীর হাসি? ‘ম্যাচ ৫০-৫০ জয়ের সম্ভাবনা। বিজেএমসিতে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাছাড়া এই দল একবার ফাইনাল খেলেছে। ওরা বড় ম্যাচে চাপ নিতে পারে। আমি আমার দলকে বলেছি সেমিফাইনালে এসেছ বলে আত্মতুষ্টিতে ভুগবে না। বড় দলকে হারিয়ে এতদূর এসেছ বলে ভেব না যে সেমিতে খুব সহজেই বিজেএমসিকে হারিয়ে দেবে।’ কথাগুলো সাইফুল বারী টিটুর, আরামবাগের কোচ। তিনি আরও বলেন, ‘ওদের তপু ভাল খেলোয়াড়। ও জাতীয় দলে খেলেছে। আমার দলে কোন ইনজুরি সমস্যা নেই। নকআউট ম্যাচ যেভাবে আগের ম্যাচগুলো খেলেছি, তা ধরে রাখতে চাই। কোন দলকেই হাল্কা করে দেখার সুযোগ নেই। সব চেয়ে বড় কথাÑ কঠোর পরিশ্রম ছাড়া ফাইনালে যাওয়া যাবে না। তারাই যাবে ফাইনালে যারা ভুল কম করবে। শেখ জামালের সঙ্গে যে ভুলগুলো ছেলেরা করেছে তা যেন এই ম্যাচে না হয় সেদিকে ছেলেদের খেয়াল রাখতে বলেছি। বিশেষ করে ওই ম্যাচে দুইটা গোল রিসিভ করা। ম্যাচ জিততে হলে আসলে গোল না খাওয়াটাই প্রধান শর্ত।’ পক্ষান্তরে বিজেএমসির কোচ সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য জয়। জয় ছাড়া আমাদের আর কোন ভাবনা নেই। দলে কার্ড এবং ইনজুরি সমস্যা নেই। দল এতদূর পর্যন্ত এসেছে সবই পরিশ্রমের ফল। আরামবাগ কেন, আমরা কোন দলকেই ছোট হিসেবে দেখি না। সবাই সমান প্রতিপক্ষ।’ এখন দেখার বিষয়, আজকের ম্যাচে কোন দ্রোণাচার্য্য হাসেন বিজয়ীর হাসিÑ টিটু, না সাইদুল?
×