ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তবু স্বপ্ন বুনছেন ইসিনবায়েভা

প্রকাশিত: ০৭:১০, ২৩ জুন ২০১৬

তবু স্বপ্ন বুনছেন ইসিনবায়েভা

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাথলেটদের এবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিকে যাওয়া হচ্ছে না। এই খবরটা এখন পুরনো হয়ে গেছে। তবে এখনও আশা ছাড়েননি রাশিয়ার বিখ্যাত এ্যাথলেটরা। কারণ এ্যাথলেটিক্স ফেডারেশন্সের আন্তর্জাতিক সংস্থা (আইএএএফ) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিই (আইওসি) নিষেধাজ্ঞা বহালের বিষয়ে বলেছে যেসব এ্যাথলেটের ভাবমূর্তি একেবারেই পরিষ্কার, যাদের ক্যারিয়ার খুঁতহীন এবং যারা নির্দোষ তারা চাইলে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নিতে পারবে। তবে রাশিয়ান পতাকাতলে নয়, নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে অংশ নেয়ার সুযোগ পাবে তারা। তবে বিপরীত বলেছেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি জানিয়েছেন নিখুঁত ভাবমূর্তি থাকা এ্যাথলেটরা অবশ্যই নিজ দেশের প্রতিনিধি হয়েই অলিম্পিকে অংশ নেবেন। তাই পোল ভল্ট জগতের কিংবদন্তি হয়ে যাওয়া ইয়েলিনা ইসিনবায়েভা স্বপ্ন দেখছেন ক্যারিয়ারের চতুর্থ অলিম্পিকে অংশগ্রহণের। তবে তিনি মনে করেন সব এ্যাথলেটকেই একজোট হয়ে আদালতে যেতে হবে, মামলার মাধ্যমে রাশিয়ার হয়েই রিও অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ গ্রহণের অধিকার আদায় করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ান এ্যাথলেটরা অবৈধ ড্রাগ গ্রহণ করে প্রতিযোগিতায় অংশ নেন। এমন অভিযোগ ওঠে ২০১৪ সালের ডিসেম্বরেই। এরপর বেশ কয়েক দফা তদন্তের পর গত বছর নবেম্বরে সাময়িকভাবে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের নিষিদ্ধ করে আইএএএফ। গত শুক্রবার ভিয়েনায় এক সম্মেলনে ভোটাভুটির পর নিষেধাজ্ঞা বহাল রাখা হয় এবং আইওসি সেটাকে সমর্থন জানায়। এই নিষেধাজ্ঞার পর রাশিয়া জুড়েই ক্ষোভ সৃষ্টি হয়। এমনকি দুই রেস ওয়াকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীলও করেন। আর দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ইসিনবায়েভা মানবাধিকার সংস্থায় আইএএএফের এমন ঢালাও সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করারও ঘোষণা দেন। তবে এখনও ট্র্যাক এ্যান্ড ফিল্ডে নিজেকে প্রস্তুত রাখতেই মনোযোগী ইসিন। মঙ্গলবার রাশিয়ান চ্যাম্পিয়নশিপসে উচ্চতা পেরোনোর দিক থেকে চলতি বছরের লিডিংয়ে চলে গেছেন তিনি। এরপর আবারও প্রত্যাশা জানালেন রিও অলিম্পিকে অংশ নেয়ার। এ বিষয়ে ৩৪ বছর বয়সী ইসিন বলেন, ‘আমার স্বীকার করতেই হবে যে অনেক গভীরে অবশ্যই কিছুটা আশা আছে। এখনও এটার পুরোপুরি মৃত্যু ঘটেনি।’ কারণ আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ আবার মঙ্গলবার বলেছেন, ‘যেকোন রাশিয়ান এ্যাথলেট তার দেশের পতাকাতলে অংশগ্রহণের অধিকার রাখেন। গত দুই অলিম্পিকে স্বর্ণ জয়ী ইসিন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নও। তবে আনুষ্ঠানিকভাবে কোন প্রতিযোগিতায় তিনি অংশ নেননি ২০১৩ সালের পর থেকে। প্রথম সন্তানের মা হওয়ার জন্য তিনি দূরে সরে ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে। ২০১৪ সালে কন্যা সন্তানের মা হন এ পোল ভল্টার। এর কিছুদিন পর অনুশীলনে ফিরেছেন, দুয়েকটি প্রতিযোগিতায় নেমেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন বড় প্রতিযোগিতায় নামলেন এই প্রথম। আর নেমেই চলতি বছরের সেরা হয়ে গেছেন তিনি। এদিন চেবোকসারিতে তিনি পেরিয়েছেন ৪.৯০ মিটার। এ বিষয়ে ইসিন বলেন, ‘রিও অলিম্পিকে অংশ নিতে হলে এখনও আমাদের লড়াই করতে হবে। আমাদের আদালতে গিয়ে মামলা করতে হবে।’ ইসিন মনে করছেন বাখ দারুণ একটি কথা বলেছেন যেটা সত্যিই রাশিয়ান এ্যাথলেটদের জন্য আনন্দের। তিনি বলেন, ‘আমি যদি সিএএসে করা মামলায় জিতে যাই সেটা প্রমাণ করবে যে আমি প্রতিযোগিতায় যেতে অনুমোদিত। এখন আমার কাছে সবচেয়ে সন্তুষ্টির বিষয় হচ্ছে যারা মামলায় জিতবে প্রত্যেকেই রাশিয়ান পতাকাতলেই রিও অলিম্পিকে অংশ নিতে পারবে।’
×