ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে ছুটি টানা নয় দিন

প্রকাশিত: ০৬:০২, ২৩ জুন ২০১৬

ঈদে ছুটি টানা নয় দিন

বিশেষ প্রতিনিধি ॥ সরকারী চাকরিজীবীরা এবার ঈদের ছুটি পাচ্ছেন টানা নয় দিন। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করায় টানা নয় দিন ছুটি থাকছে। আসন্ন ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে শব-ই-কদরের পরের দিন সরকারী অফিস খোলা ছিল। ঈদের সময় সরকারী চাকরীজীবীদের সুবিধা দিতে সরকার এই দিন ছুটি ঘোষণা করেছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র জানায়, আগামী ৪ জুলাই সরকারী ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারী চাকুরেদের অফিস করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদ-উল ফিতর উদযাপিত হবে। ৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই-কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই-কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল। সে ক্ষেত্রে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারী চাকুরেরা। রোজার ঈদের আগে সরকারী চাকুরেদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ থেকে ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারী চাকুরে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ঈদের আগে-পরে ছুটির মধ্যে ৪ জুলাই অফিস থাকায় প্রধানমন্ত্রী এদিন ছুটি অনুমোদন করেছেন। তবে ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হবে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন। ৪ জুলাই ছুটির সিদ্ধান্তে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
×