ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই শিফট চালুর সিদ্ধান্ত

ভিকারুননিসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুন ২০১৬

ভিকারুননিসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ দুই শিফট চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বেইলী রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, কোন ধরনের আগাম ঘোষণা বা নোটিস ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষ সঙ্কটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানী ঢাকার নামী এ শিক্ষাপ্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী বেইলী রোডে অবস্থিত প্রধান ক্যাম্পাস-১-এর পাশের সড়কে অবস্থান নেয়। এদিন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ফল প্রকাশিত হয়। এআইইউবি বেস্ট মডেল আইকিউএ ভার্সিটি নির্বাচিত বিগত তিন বছরের মতো এবারও এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এ.পি.কিউ.এন) কর্তৃক এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খ্যাতনামা ৩৮ দেশের ১৬৬ বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের মধ্যে ‘বেস্ট মডেল ইন্টারনাল কোয়ালিটি এস্যুরেন্স (আইকিউএ) ইউনিভার্সিটি / ইনস্টিটিউশন ফর ২০১৬’ নির্বাচিত হয়। বিগত ২৬-২৭ মে ফিজি দ্বীপে অনুষ্ঠিত এপিকিউএন’র আন্তর্জার্তিক সম্মেলনের বোর্ড সভায় ‘বেস্ট মডেল ইন্টারনাল কোয়ালিটি এস্যুরেন্স ইউনিভার্সিটি’ হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)-কে নির্বাচিত করে সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের গুণগত মানের স্বীকৃতি হিসেবে এআইইউবি’র জন্য বিষয়টি অত্যন্ত সম্মান ও গৌরবের। -বিজ্ঞপ্তি
×