ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদের ভ্রমণ সহজ করতে রবি’র ট্রেন টিকেটিং সল্যুশন

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুন ২০১৬

ঈদের ভ্রমণ সহজ করতে রবি’র ট্রেন টিকেটিং সল্যুশন

ঈদে ঘরে ফেরার পরিকল্পনাকে সহজ করে তুলতে ডিজিটাল ট্রেন টিকেটিং সল্যুশন এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। গত জানুয়ারি থেকে এ সেবাটি চালু করেছে অপারেটরটি। রবি গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন থেকে *১৩১# লিখে ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশন তার গন্তব্য, কোন ট্রেনে যাবেন, কোন শ্রেণী ও কোন সিটটি তিনি কিনতে ইচ্ছুক এসব তথ্য জানতে চাওয়া হবে। টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ একটি এসএমএস গ্রাহক সঙ্গে সঙ্গে পাবেন যাতে টিকেটটি কেনার জন্য কত টাকা লাগবে তাও উল্লেখ থাকবে। এসএমএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে রবি’র ১২ হাজার ক্যাশ পয়েন্টের যে কোনটিতে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। গ্রাহক ইচ্ছে করলে পুরো প্রক্রিয়াটিই এজেন্ট পয়েন্টগুলোর সহায়তায় করতে পারবেন। -বিজ্ঞপ্তি নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ পাঁচটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে- সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে সৈয়দপুর ও যশোর রুটে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত সিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
×