ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে বজ্রপাতে ৯২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:২২, ২৩ জুন ২০১৬

ভারতে বজ্রপাতে ৯২ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাতে অন্তত ৯২ জন নিহত হয়েছে। এই বজ্রপাতের ঘটনা ঘটেছে বিহার, ঝাড়খ- এবং মধ্যপ্রদেশে। নিহতদের মধ্যে ৫৭ জন বিহারে, উওরপ্রদেশে ৪২ জন। মঙ্গলবার বৃষ্টিপাতের সময় মাঠে অনেকে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির। বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই কৃষক। বজ্রপাতে ২৪ ঘণ্টায় একসঙ্গে ৯২ ব্যক্তি মারা যাওয়ার ঘটনা বিরল। বিহার রাজ্যে নিহত প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাওয়ার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে। কোন কোন গবেষক বলেন তাপমাত্রা এক ডিগ্রী বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে। এসব দেশগুলোতে বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন। বাংলাদেশে চলতি বছর বজ্রপাতে প্রায় ১০০ মানুষ মারা গেছেন। কুলি পদের জন্য এমফিল! ভারতের মহারাষ্ট্রে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে গত বছর ডিসেম্বরে একটা বিজ্ঞাপন দেয়া হয়। এমপিএসসি’র পক্ষ থেকে দেয়া ওই বিজ্ঞাপনে বলা হয়, সরকারী নিয়োগ হিসেবে ৫ জন কুলি পদের চাকরির জন্য আবেদন করুন। বয়সসীমা রাখা হয়েছিল ১৮-৩৩। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছিল ক্লাস ফোর পাস। কুলির পদে আবেদনকারীদের মধ্যে পাঁচজন এমফিল, ২৫২ জন স্নাতকোত্তর ও ৯৪৮ জন স্নাতক পাস। -জিনিউজ মিউজিক থেরাপি সেতারের সুর, রবীন্দ্রসঙ্গীত কিংবা কোন ভক্তিমূলক গানে এবার ঘুম ভাঙবে ভারতের কালনা মহকুমা হাসপাতালের রোগীদের। আবার একটু বিকেল গড়ালেই টিফিন খেতে খেতে তারা শুনবেন একের পর এক আধুনিক গান। রোগীদের মন ভাল রাখতে হাসপাতালে এ মিউজিক থেরাপির সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বরাই বলেন, রোগীদের একঘেয়ে ভাব কাটাতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। -ওয়েবসাইট
×