ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওয়াজ শরীফ এখন ঠুঁটো জগন্নাথ

প্রকাশিত: ০৪:২১, ২৩ জুন ২০১৬

নওয়াজ শরীফ এখন ঠুঁটো জগন্নাথ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার দৃশ্যত ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এ সরকার ২০১৩ সালে ক্ষমতায় এসেছিল। পানামা পেপারস নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্ক মুছে যাচ্ছে না এবং অস্ত্রোপচারজনিত অসুস্থতা কাটিয়ে উঠতে থাকা শরীফ নিজেও সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। সবচেয়ে খারাপ কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তি দেখা দেয়া, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের সঙ্গে ক্রমশ অবিশ্বাস বোধ সৃষ্টি হওয়ার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শীতল হয়ে পড়েছে। গত সপ্তাহে খাকি পোশাকের লোকজনের ডাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে সমগ্র কেবিনটই এক বৈঠকের জন্য গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারসে (জিএইচকিউ) যান। এতে দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে খাকি পোশাকধারীদের দাপটই প্রকাশ পেয়েছে। ঐ বৈঠকের এজেন্ডা ছিল দেশের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক নীতি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ অঞ্চল, যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক উদ্যোগ পাকিস্তানের ভিতর এর পররাষ্ট্র নীতির গতিপ্রকৃতি নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা এ নীতিকে ব্যর্থ বলে অভিহিত করছেন। তাদের অনেকেই সেনাবাহিনীর লোক। পাকিস্তান মুসলিম লীগের এক শীর্ষস্থানীয় নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, নওয়াজ শরীফ তার দায়িত্ব নেয়ার সময় দেশের পররাষ্ট্র বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে দৃঢ়সঙ্কল্প ছিলন, কিন্তু তাকে পদে পদে ‘অদৃশ্য’ মহলের জোর চাপের কাছে নতি স্বীকার করতে হয়।
×