ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনএসজির সদস্যপদ লাভের আবেদন

চীনের বিরোধিতায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষুণ্ণ হবে না

প্রকাশিত: ০৪:২১, ২৩ জুন ২০১৬

চীনের বিরোধিতায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষুণ্ণ হবে না

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরমাণু উপকরণ সরবরাহকারী গোষ্ঠী এনএসজি-তে ভারতের যোগদানের আবেদনে চীনের অনুমোদনের অস্বীকৃতি থাকলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে চীনের অবস্থান সমন্ধে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবির মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি।’ খবর ডনের। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, ‘চলতি সপ্তাহে সিউলে এনএসজির পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আমরা ভারতের আবেদন সমর্থন করার আহ্বান জানিয়েছি।’ সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সপ্তাহব্যাপী এনএসজির বার্ষিক বৈঠক শুরু হয়েছে। গোষ্ঠীটি দৃশ্যত ২৩ ও ২৪ জুনের পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্যপদের আবেদনের বিষয়ে বিবেচনা করার কথা। গত মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভারত ও পাকিস্তান উভয় দেশই এনএসজির সদস্যপদের জন্য আবেদন জমা দেয়। এ বিষয়ে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন রয়েছে, তবে পাকিস্তানকেও তার পক্ষে গোষ্ঠীটির অন্য সদস্যদের কাছ থেকে সমর্থন আদায় করার কথা বলছে যুক্তরাষ্ট্র। এনএসজির নীতিমালা অনুযায়ী, নতুন সদস্যকে কেবলমাত্র ঐকমত্যের ভিত্তিতে গোষ্ঠীতে যোগদান করানো যেতে পারে এবং এমনকি একটি ভিন্নমতের ভোট আবেদনকারীর অংশগ্রহণের জন্য বাধা হয়ে যেতে পারে। সোমবার চীনা সরকার ঘোষণা করেছে যে, সিউলে পূর্ণাঙ্গ অধিবেশনে এনএসজি ভারতের যোগদান আলোচ্য সূচীতেই ছিল না।
×