ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোজসভায় অতিথিদের উদ্দেশে রানী দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেন কেন ইইউতে থাকবে তিনটি ভাল কারণ দেখান

প্রকাশিত: ০৪:২০, ২৩ জুন ২০১৬

ব্রিটেন কেন ইইউতে থাকবে তিনটি ভাল কারণ দেখান

‘ব্রিটেনের কেন ইউরোপীয় ইউনিয়নে থাকা উচিত, এ জন্য তিনটি ভাল কারণ দেখান আপনারা’ রানী ভোজসভায় তার অতিথিদের কাছে এর উত্তর চেয়ে ইইউ বিতর্কে মতামত যাচাই করছেন এভাবেই। খবর টেলিগ্রাফ অনলাইনের। রানীর জীবনীকার রবার্ট লেসি তার এ মন্তব্যের ব্যাপারে এক রিপোর্টে বলেছেন, মন্তব্যগুলোতে হয়ত বোঝানো হয়েছে যে, রানী ইইউ ত্যাগ সমর্থন করছেন। রানী ব্যক্তিগতভাবে ব্রেক্সিটের উৎকর্ষ নিয়ে বিতর্কে জড়িত হয়েছেন কিনা বাকিংহাম প্রাসাদ এ ব্যাপার কোন নিশ্চয়তা প্রকাশ করেনি বা অস্বীকার করেনি। কিন্তু প্রাসাদ সূত্র উল্লেখ করেছে যে, রানীর উক্তিতে যেসব শব্দ প্রয়োগ করা হয়েছে তাতে একটি প্রশ্নের মতো প্রতীয়মান হয়েছে, কোন বিবৃতি নয়। তারপরও, রানী ব্রিটেনের ইইউ ত্যাগ চাইবেন বলে পূর্বের যে দাবি ছিল তাকে আরও প্রকট করে তুলবে এ প্রশ্নের প্রধান বৈশিষ্ট্যটি। গত মাসে প্রেস রেগুলেটর বলেছে, সংবাদপত্র সান-এর পাঠকদের বিশেষভাবে বিপথগামী করে তুলছে। প্রেস রেগুলেটর বলেছে, পত্রিকাটি ব্রাসেলসে নিক ক্লিগ পোস্টারের ব্যাপারে রানীর অভিযোগ বিষয়ে একটি লেখার ‘রানী ব্রেক্সিট সমর্থন করেন’ শীর্ষক শিরোনাম ছাপিয়ে পাঠকদের বিপথে চালিত করছে। প্রাসাদের একজন সাম্প্রতিক এ রিপোর্টটির ব্যাপারে বলেছেন, দৃশ্যত মনে হয়, তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তা কোন বিবৃতি নয়। তিনি কোন মতামত প্রকাশ করেননি। রানী অন্তত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দিক থেকে নিরপেক্ষ। কিন্তু তিনি ২০১৪ সালে একজন সাধারণ লাগরিকের সঙ্গে আলাপচারিতার পরামর্শ দেয়ায় মধ্য দিয়ে স্কট গণভোট বিতর্কে হস্তক্ষেপ করেছেন। তিনি জানতেন যে, তা পত্রিকায় রিপোর্ট করা হবে। তিনি প্রত্যাশা করেছিলেন, স্কটরা ভোট দেয়ার আগে খুব যত্নসহকারে ভেবে দেখবে। তার ঐ উদ্যোগে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে, রানী চেয়েছেন, স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকুক। লেসি ডেইলি বিস্ট ওয়েবসাইটের এক ব্লগে ভোজ অতিথির উদ্দেশে রানীর প্রশ্নের ব্যাপারে তার ৪ দাবি উল্লেখ করেন। তিনি টেলিগ্রাফকে বলেছেন, রানী এক সাধারণ বিতর্ক প্রসঙ্গে এ প্রশ্নটি করেছেন। তিনি স্পষ্টভাবে আলোচনা পছন্দ করেন এবং এ ধরনের মন্তব্য ভোজ টেবিলেই ছুড়ে দেয়া হয় পিং পং বলের মতো। সেভাবেই তিনি তার প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। বাকিংহাম প্রাসাদের এক মুখপাত্র বলেছেন, রানী ব্যক্তিগত কথোপকথনে কী বলেছেন বা হয়তো বলেননি তা নিয়ে কোন মন্তব্য করব না আমরা। কিন্তু রাজনীতির উর্ধে রানী। তিনি তার ৬৪ বছরের রাজত্বকালে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকেছেন এবং আমরা অত্যন্ত স্বচ্ছ যে, ইইউ গণভোট ব্রিটিশ জনগণের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
×