ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে বজ্রপাতে নিহত দুই

প্রকাশিত: ০৪:১৯, ২৩ জুন ২০১৬

রংপুরে বজ্রপাতে নিহত দুই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকার বালাটারী গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মমিনুর ইসলাম (২৩) ও একই গ্রামের মোনাব্বর হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (১৮)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মুষলধারে বৃষ্টির সময় দুই যুবক বেতগাড়ী বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে বজ্রপাতের শিকার হয়। অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ জুন ॥ সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১, সিপিএসসি’র সদস্যরা বন্দরের রামনগর মহারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোকন ওরফে ছক্কা নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় খোকনের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করে। র‌্যাবের এএসপির নেতৃত্বে একটি দল বুধবার ভোরে তাকে গ্রেফতার করে। স্কুলছাত্রীর আত্মহত্যা! নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জুন ॥ মহাদেবপুরে মিথ্যা অভিযোগে মারপিটের অপমান সহ্য করতে না পেরে বুধবার দুপুরে কুমারী জয়া রানী সরকার (১৪) ৭ম শ্রেণীর স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের ফাজিলপুর কর্মকারপাড়ায়। এলাকাবাসী জানায়, ওই পাড়ার রিক্সা-ভ্যানচালক প্রদীপ চন্দ্র সরকারের মেয়ে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী কুমারী জয়া রানী সরকারকে বাড়ির দূরবর্তী স্থানের মাঠে নিয়ে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী নিঠু কর্মকারের স্ত্রী রুমি কর্মকার, বাবা-মনোষা কর্মকার ও মা- রানী কর্মকার মারপিট করে। নিঠু কর্মকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে কুমারী জয়া রানীকে তারা মারপিট করে বলে গ্রামবাসী জানায়। মান্দায় সড়কে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জুন ॥ মঙ্গলবার রাতে মান্দায় সড়কে গাছের গুঁড়ি ফেলে গণডাকাতি সংঘটিত হয়েছে। রাত ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের মারপিটে এবি সিদ্দিক নামে এক সেনাসদস্য আহত হয়েছেন। ডাকাতরা সিএনজির অপরযাত্রী নিলুফা বিবির সোনার গহনা লুট করে। তিনি জানান, ডাকাতদল ৩০-৩৫ মিনিট ধরে মহাসড়কে এভাবে তা-ব ও লুটপাট চালায়। এ সময় ৫-৬টি মাইক্রোবাস ও কয়েকটি ট্রাক ভাংচুর করা হয়। বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ জুন ॥ বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থবছরের ২৫ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৫৯ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার উন্মুক্ত বাজেট পেশ করেন। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালাল উদ্দিন, পৌর সচিব জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান ও হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। নকল ওষুধ কারখানার সন্ধান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ‘এগ্রোফার্মা’ নামে গবাদি পশু পাখির ভুয়া ওষুধের কারখানা আবিষ্কার করেছে র‌্যাব-৬। বুধবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এই নকল কারখানাটির সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব-৬ বিপুল পরিমাণে গবাদি পশুর প্যাকেট করা ওষুধ, বিভিন্ন ধরনের কেমিক্যাল, খালি প্যাকেট, তারিখ বসানোর সিল জব্দ করে। আটক করা হয় কারখানার ম্যানেজার নুরুল ইসলাম শেখ ও অপর দুই কর্মচারীকে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কারখানার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- দেয়া হয়। মুরগির ফার্মে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ জুন ॥ বুধবার সকালে রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে খালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার মুরগির ফার্মে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ফার্মের শেডসহ ৩ হাজার ডিম দেয়া লেয়ার মুরগি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা। জানা গেছে, উপজেলার সাতপাড় গ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার বড় ভাই খালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার মুরগির ফার্মে বুধবার সকাল ৮টার দিকে রহস্যজনকভাবে আগুন লাগে। প্রকৌশলীকে মারপিট ॥ ১২ দিনেও গ্রেফতার নেই স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনুর রশিদ ও উপজেলা প্রকৌশল দফতরের কর্মকর্তাদের মারধর ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের মামলায় পুলিশ গত ১২ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলার আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে! দেড় লাখ টাকা চাঁদা না দেয়ার জের ধরে ১০ জুন ত্রিশাল পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের নাজমুলের বাড়ির সামনে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনকালে ত্রিশাল উজানপাড়ার শহীদ মিয়া ও অজ্ঞাতনামা ১০-১২ সন্ত্রাসী প্রকৌশলী ও কর্মকর্তাদের বেদম মারধর করে। এই ঘটনায় শহীদ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ১১ জুন ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মামুনুর রশিদ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বুধবার জানান, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ঝালকাঠি পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২২ জুন ॥ সানাই কমিউনিটি সেন্টারে ঝালকাঠি পৌরসভার ১৯৫ কোটি তিন লাখ দুই হাজার সাত শ’ ৫৪ টাকার সুষম বাজেট পেশ করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় মেয়র লিয়াকত আলী তালুকদার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। আয়ের খাতে ১৯৪ কোটি তিন লাখ ৮০ হাজার টাকা এবং সমাপনীস্থিতি ৩৫ লাখ ৫২ হাজার তিন শ’ ৫৪ টাকাসহ এই বাজেট। বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। বিগত বছরে এই বাজেট ছিল ৫১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা। জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম প্রধান অতিথি ছিলেন। চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজ সভাপতি মাহাবুব হোসেন, জেলার আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নার রসুল, জিপি তপন কুমার রায় চৌধুরী ও জেলার শ্রেষ্ঠ করদাতা মনিরুল ইসলাম তালুকদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিকের বাসায় হামলা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২২ জুন ॥ মঙ্গলবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গ্যাস অফিস এলাকায় এক সাংবাদিকের বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। জানা যায়, এশিয়ান টিভির ভালুকা প্রতিনিধি আক্কাছ আলীর সঙ্গে প্রতিবেশী এমদাদুল হক গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আক্কাছ আলীর স্ত্রী মারজিনা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি জানান, এমদাদুলের নেতৃত্বে ঘটনার রাতে হামলা চালিয়ে তাদের মারপিট করে নগদ টাকা, সোনার চেইন ও মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং বাসার প্রাচীর ও গেট ভেঙ্গে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করেছে। চাঁপাইয়ে চালু হলো ডিপিএড কোর্স স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী সঙ্কটে চাঁপাইনবাবগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) একাধিক তিনতলা ভবন কোন কাজে আসছিল না। শিবগঞ্জসহ সদরে দুটি পিটিআই প্রতিষ্ঠার কারণে দীর্ঘ সময় ধরে সমস্যা চলে আসছিল। এই সমস্যা থেকে বের হতে শিক্ষা মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ পিটিআইয়ে ১৮ মাস মেয়াদী ডিপ্লোমা ইন পাইমারী এডুকেশন ডিপিএড কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জসহ বৃহত্তম রাজশাহী জেলার ১৬০ শিক্ষক শিক্ষিকা এই কোর্সে ভর্তি হতে পারবে। ফলে আবারও মুখরিত হয়ে উঠবে পিটিআই প্রাঙ্গণ। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বড় ধরনের সহযোগিতা দেবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে এই কোর্স চালু হচ্ছে। পিটিআইয়ে এতদিন চালু ছিল সার্টিফিকেট ইন এডুকেশন। কিছু ক্ষেত্রে, বিশেষ করে পেশাগত, আচরণগত পরিবর্তন আনার ক্ষেত্রে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছিল। এসব শিক্ষক ডিপিএড কোর্স প্রাথমিক শিক্ষকদের মূল যে কাজ বিদ্যালয়ে পাঠদান ও প্র্যাকটিস টিচিংয়ে দক্ষতা অর্জনে সহযোগিতা করবে। দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষকরা পিটিআই কোর্স পরিবর্তন ও পরিমার্জনের দাবি করে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশনকে ডিপিএড কোর্সে উন্নীত করা হলো। বেহাল রাঙ্গুনিয়ার পারুয়া সড়ক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২২ জুন ॥ রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ইছামতি সংযোগ সড়কটি সামান্য বৃষ্টিতে এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ২ কি.মি. দীর্ঘ কাঁচা সড়কটি গুরুত্বপূর্ণ পারুয়া ডিসি সড়ক, হোছনাবাদ ও মোগলের হাটের সঙ্গে সংযুক্ত। এই এলাকায় ইছামতি নদীতে রাবার ড্যাম হওয়ায় যান চলাচলের গুরুত্ব বাড়লেও পিচ ঢালাই করা উন্নত সড়ক না থাকায় এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে সড়কে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে সড়কটিতে বড় বড় খাদে সৃষ্টি হয়েছে।
×