ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে টিটিটিআই

কেবল প্রশিক্ষণ নয়, চাকরিও মিলছে

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জুন ২০১৬

কেবল প্রশিক্ষণ নয়, চাকরিও মিলছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)’র জানুয়ারী-জুন ২০১৬ সেশনের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ২০১ জনকে এ সময় চাকরি দিয়ে তাদের হাতে নিয়োগপত্রও তুলে দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এডজুট্যান্ট জেনারেল ও টিটিটিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার এবং নিয়োগপত্র বিতরণ করেন। বুধবার গাজীপুরের শিমুলতলীস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ক্যাম্পাসে টিটিটিআই’র সেন্ট্রাল হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে টিটিটিআই’র অধ্যক্ষ লেঃ কর্নেল (অব) আছয়াদুর রহমান খান পিএসসি এবং আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট এ্যান্ড সিলেকশন বিভাগের সিনিয়র ম্যানেজার জাবের আল রাহাত খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে টিটিটিআই পরিচালিত ৮টি ট্রেড কোর্সের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। চার ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মঙ্গলবার পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার সরকারী সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে কোম্পানির ভিজিল্যান্স টিম ১৪ জুন গাজীপুর এলাকার সুশল সিএনজি এবং ২০ জুন সাভার এলাকার দেওয়ান সিএনজি, নবীনগর সিএনজি ও এফএফ এন্টারপ্রাইজ সিএনজি’র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি বিশ^বিদ্যালয়গুলোতে গবেষণা খাতে মঞ্জুরি বৃদ্ধি অনুন্নয়ন বাজেটে ২০১৫-১৬ অর্থবছরে ৩২টি বিশ^বিদ্যালয়ে গবেষণাখাতে ১৬.২৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২০১৬-১৭ অর্থবছরে ৩৪টি বিশ^বিদ্যালয়ে ২৮.৩৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় গবেষণাখাতে ৭৫% মঞ্জুরি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিক্ষা গবেষণায় সরকারের বিশেষভাবে গুরুত্ব দেয়ার কারণেই ইউজিসি কর্তৃক মঞ্জুরি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ফলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক/গবেষকদের গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে। -বিজ্ঞপ্তি প্রতœতত্ত্ব অধিদফতরে প্রশিক্ষণ সম্প্রতি তিনদিনব্যাপী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনা কর্মসূচীর আওতায় বিভিন্ন গ্রেডের কর্মচারীর প্রতœতাত্ত্বিক সাইটের গাইড বই প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতœতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন (অতিরিক্ত সচিব)। উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান টুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক আবু বকর সিদ্দিক (উপসচিব), কর্মসূচী পরিচালক ড. আতাউর রহমান, উপপরিচালক (প্রকাশনা), উপপরিচালক (প্রতœ:) আমিরুজ্জামান প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এ.কে.এম. শাহনাওয়াজ। -বিজ্ঞপ্তি সাতক্ষীরায় স্কুলছাত্র ১১ দিন নিখোঁজ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্কুল পড়ুয়া ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ হয়েছে। এ বিষয়ে বুধবার কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবারের আশঙ্কা তাদের সন্তানকে কে বা কারা অপহরণ করছে। নিখোঁজ স্কুলছাত্রের মাতা হোসনেয়ারা খাতুন জানান, গত ১১ জুন বিকেল তার ছেলে মেহেদী হাসান (১৩) বাড়ি থেকে বের হয়। কলারোয়া উপজেলা পৌর সদরের মুরারীকাটি গ্রামের রোজিনা খাতুনে বাড়িতে যাওয়ার কথা ছিল ছেলেটির। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ছেলেটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মেহেদী হাসান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। কৃষি মেলা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে আধুনিক চাষাবাদ, কলা-কৌশল, তথ্য ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়। বুধবার এর উদ্বোধন করেন ইিউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা লাইভস্টোক অফিসার ডাঃ সাইদুর রহমান, আব্দুল মোমিন, আরজুমান আরা, খুরশীদা বেগম, ইন্দ্রজিত বালা, জোসনারা প্রমুখ। অটোমেশন সার্ভিসের উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর ভূমি অফিসের অটোমেশন সার্ভিস, গ্রন্থাগার ও ফল-ফুলের বাগান ছায়াবিথীর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন, সেলিম হোসেন খান প্রমুখ।
×