ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটা ॥ যশোরে মার্কেটে ভিড় বাড়ছে

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুন ২০১৬

ঈদের কেনাকাটা ॥ যশোরে মার্কেটে ভিড় বাড়ছে

সাজেদ রহমান, যশোর অফিস ॥ নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দটা যেন মলিন। তা সে বড়লোক হোক কিংবা দরিদ্র। তাই ঈদ আসলে সবার মধ্যেই দেখা যায় নতুন পোশাক কেনার আগ্রহ। এজন্য কেউ যান বড় শপিংমলে, কেউ বিভিন্ন মার্কেটে। কিন্তু খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে ছুটে যান ফুটপাথের দোকানগুলোতে। যশোরে গরিবের মার্কেট খ্যাত মুজিব সড়কের ফুটপাতের দোকান এবং কালেক্টরেট মার্কেটের দোকান গুলোতে চলছে ক্রেতাদের সমাগম। জমে উঠেছে এখানকার বিক্রি। সকাল ১০টার পরপরই ভিড় জমতে থাকে। আর সেই ভিড় থাকে ইফতারির আগ পর্যন্ত। শহরের দরিদ্র শ্রমজীবী এবং গ্রামের দরিদ্র মানুষ এখান থেকে কেনে ঈদের পোশাক। যশোরের শহরের মুজিব সড়কে দড়াটানা থেকে শুরু করে জজকোর্টের দু’পাশে ফুটপাথের ওপর গড়ে ওঠা এই বাজারে নিম্ন আয়ের মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। সাধ্যের মধ্যে পরিবারের সবার নতুন পোশাকের শখ মটাতে যশোরে এই মার্কেটই একমাত্র ভরসা তাদের। এখানে খুব কম মূল্যে ভালভাল পোশাক পাওয়া যায় বলে নিম্নবিত্তের পাশাপাশি এখন মধ্যবিত্তদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি মার্কেট। তারা নিজেদের পাশাপাশি আত্মীয়-স্বজনের জন্যও কেনাকাটা সেওে নেন এখান থেকে। এ মার্কেটে সাধারণত ঢাকার গার্মেন্টসের তৈরি কম দামী পোশাকগুলো বিক্রি হয়ে থাকে। শিশু থেকে শুরু করে বয়স্ক, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই পোশাক পাওয়া যায়। মঙ্গলবার বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ মার্কেটের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটা দোকানেই শিশুদেরসহ বড়দের পোশাক পাওয়া যায়। মাত্র ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৪শ’ টাকার মধ্যে এখানে পছন্দ মতো নতুন পোশাক সংগ্রহ করতে পারেন ক্রেতারা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে আটকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ জুন ॥ অসামাজিক কাজে রাজি না হওয়ায় হতদরিদ্র এক রিক্সাচালকের কিশোরী মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে একদিন আটকে রেখে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই কিশোরীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই কিশোরীর পিতা মিজানুর রহমান বলেন, আশুলিয়ার ‘ইউনিক’ এলাকার একটি ভাড়া বাসায় তার পরিবার নিয়ে তিনি বসবাস করেন। বেশ কয়েক দিন যাবত এলাকার মৃত রফিকের বখাটে পুত্র রাজু তার মেয়েকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সোমবার সকালে দলবল নিয়ে বাজু তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরে তার মেয়েকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। এরপর দূরবর্তী এলাকায় তার মেয়েকে একদিন আটকে অমানবিক নির্যাতন চালায় রাজু। ব্যাপক মারধরের পর তার মেয়ের মাথার চুল কেটে দেয় রাজু ও তার সঙ্গীরা। এরপর মঙ্গলবার সকালে নিজ বুদ্ধিমত্তায় রাজুর কবল থেকে পালিয়ে বাসায় ফিরে আসতে সক্ষম হয় তার কিশোরী মেয়ে।
×