ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৪:১২, ২৩ জুন ২০১৬

বাউফলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জুন ॥ বাউফলে সন্তানের সামনে মাকে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে এক পাষ- স্বামী। বুধবার সকালে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের মৃত জবেদ আলী মৃধার ছেলে জসিম উদ্দিন মৃধার সঙ্গে মদনপুরা ইউনিয়নের মৃত খালেক হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের ৩০-৩২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন মেয়ে এক ছেলে রয়েছে। বিয়ের সময় খালেক হাওলাদার তার মেয়ে জামাইকে ২ লাখ টাকার মালামাল প্রদান করেন। স্বামী অর্কমা হওয়ায় শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হতো, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। পারিবারিক অভাব অনটনের কারণে স্বামী জসিম উদ্দিন স্ত্রী ফরিদা বেগমকে প্রায়ই মারধর করত এবং বাবার বাড়ি থেকে নগদ টাকা এনে দেয়ার জন্য চাপ দিত। ঘটনার দিন বেলা ১১টার দিকে স্বামী জসিম উদ্দিন স্ত্রী ফরিদা বেগমকে তার বাবার বাড়ি গিয়ে ভাইদের কাছ থেকে যৌতুক হিসেবে ১০ হাজার টাকা এনে দেয়ার জন্য বলে। ফরিদা বেগম তাতে রাজি না হওয়ায় জসিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে লিয়া বেগমের সামনে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থান নির্মমভাবে পিটিয়ে জখম করে। চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলেও তাকে মারধর করা হয়। এ সময় ফরিদা বেগম অজ্ঞান হয়ে পড়ে। মেয়ে মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ময়মনসিংহে মামলা করে দিশেহারা স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, মুক্তাগাছা উপজেলার খিলগাতি গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ শামীমা নাসরিন (২৯) প্রভাবশালী ব্যাংকার স্বামী মারুফ মৃর্ধার (৩২) বিরুদ্ধে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। শামীমার অভিযোগ, মামলা করার জেরে পুলিশ ও আদালতের যোগসাজশে পাল্টা চাঁদাবাজি ও হত্যাসহ কথিত চুরির ও ছিনতাইয়ের মামলায় তার ষাটোর্ধ বাবা শামছুল হক ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই আশিকুর রহমান ও মামলার সাক্ষীকে পর্যন্ত আসামি করে হয়রানি করছে প্রভাবশালী স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যরা। কেবল তাই নয়, প্রভাবশালী শ্বশুর পরিবারের মদদে পুলিশ শামীমার বাবাকে দুলাল হত্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে বলেও অভিযোগ উঠেছে।
×