ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেড়া উপজেলা পরিষদ চত্বরের ৭২টি গাছ লোপাট

প্রকাশিত: ২০:৩২, ২২ জুন ২০১৬

বেড়া উপজেলা পরিষদ চত্বরের ৭২টি গাছ লোপাট

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে বেড়া উপজেলা পরিষদ চত্বরের প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ৭২টি গাছ বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির এই টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের কিছু নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে উপজেলা চত্বরের মধ্যের জীবন্ত এসব গাছ কেটে ফেলার ঘটনায় বিভিন্ন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসস্তোষের সৃষ্টি হয়েছে। জানা যায়, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বেড়া উপজেলা পরিষদের অভ্যন্তরে মেহগনি, অর্জুন, বাবলা, আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির দুই সহ¯্রাধিক গাছের চারা রোপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছের দাম ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার সুমি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের পরস্পরের যোগসাজসে দলীয় কিছু নেতার সহায়তায় গত মে মাস থেকে ১৯ জুন পর্যন্ত বিভিন্ন সময় প্রায় ২০ লাখ টাকার ৪০টি বাবলা ও ৩২টি মেহগনি গাছ বিক্রি করা হয়। গাছ বিক্রির টাকা উপজেলা পরিষদের রাজস্ব খাতে জমা দেয়া হয়নি। এমন কি গাছ বিক্রির ব্যাপারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের কোন অনুমতিও নেয়া হয়নি। বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে সে কিছুই জানেনা এ বিষয়ে ইউএনও বলতে পারবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার সুমির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। তবে গাছ কাটার ছবির কথা বলতে তিনি কিছু সময় চুপ থেকে পত্রিকায় রিপোর্ট না করা জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ বিক্রির কোন সংবাদ জানেন না বলে জানান।
×