ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রসফায়ার নয়, পুত্র হত্যার বিচার চান অজয় রায়

প্রকাশিত: ০৯:২১, ২২ জুন ২০১৬

ক্রসফায়ার নয়, পুত্র হত্যার বিচার চান অজয় রায়

বিডিনিউজ ॥ মুক্তমনা লেখক ব্লগার অভিজিত রায়ের একজন ‘খুনী’ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় সান্ত¡না খুঁজলেও আইনি প্রক্রিয়ায় হত্যাকা-ের রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তার বাবা অধ্যাপক অজয় রায়। মঙ্গলবার তিনি বলেন, যে কোন ক্রসফায়ার মানে বিচারবহির্ভূত হত্যাকা-। বিবেকবান হিসেবে আমরা এটা চাইব না। তিনি আরও বলেন, আমরা সন্তুষ্ট হব যেদিন হত্যাকারীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আদালত তার অপরাধের মাত্রা দেখে তাকে শাস্তি দেবে। এ কাজটা না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসেবে আমরা সন্তুষ্ট হতে পারব নাএ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অভিজিত হত্যাকা-ের প্রায় দেড় বছর পর সন্দেহভাজন খুনী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মুকুল রানার (শরীফ) পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন এই অধ্যাপক। মুকুল রানা এবং তার আগের দিন আনসারুল্লাহর আরেক সদস্য গোলাম ফাইজুল্লাহ ফাহিমের নিহত হওয়া নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। বিএনপি এই ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বিচারবহির্ভূত হত্যাকা- সমর্থন না করলেও সাম্প্রতিক ঘটনাগুলোর ক্ষেত্রে বন্দুকযুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন অজয় রায়।
×