ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভূতের মুখে রাম নাম’

প্রকাশিত: ০৯:২০, ২২ জুন ২০১৬

‘ভূতের মুখে রাম নাম’

বিশেষ প্রতিনিধি ॥ এতিমের টাকা আত্মসাত করে আবার তাদের সঙ্গেই ইফতারে অংশ নেয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, যে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এতিমের টাকা মেরে খেয়েছেন, তার গরিব অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান ‘ভূতের মুখে রাম নাম’-এর শামিল। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়। হানিফ বলেন, আসলে তিনি (খালেদা) এখন বিকারগ্রস্ত হয়ে গেছেন। কখন, কোথায় ও কি বললে উনি জনগণের আস্থা পাবেন সেটা এখন তার বোধগম্য হচ্ছে না। তাই গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম ‘ক্রসফায়ারের’ দিকে ইঙ্গিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অহেতুক সমালোচনা করে লাভ নেই। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উন্নত দেশগুলোতে যেভাবে জঙ্গী দমন করা হয়, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই এগোচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, কামাল চৌধুরী, এ কে আজাদ ও রফিকুল ইসলাম বাবলা।
×