ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন বিএনপি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২০, ২২ জুন ২০১৬

রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন বিএনপি প্রতিনিধি

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃঞ্চ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকায় দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রামকৃঞ্চ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারা দেশের জনগণ উদ্বিগ্ন। জঙ্গী ও সন্ত্রাসীগোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। কিন্তু সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সম্প্রতি রামকৃষ্ণ মিশনকে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনকে আইএসয়ের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের খোঁজখবর নিয়েছি। বর্তমানে তারা যে উদ্বিগ্ন অবস্থায় আছে তাদের উদ্বেগের সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করেছি। এটি দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশের জনগণ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন রামকৃষ্ণ মিশনের বিষয়টি নিয়ে চিন্তিত, আমরা এ হুমকির ঘটনার নিন্দা জানিয়েছি। আমরা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশা নন্দজী মহারাজের সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি, আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে আছি। এক প্রশ্নের জবাবে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এখানে আসায় স্বামীজী সন্তোষ প্রকাশ করেছেন, খুশি হয়েছেন। শুধু রামকৃষ্ণ মিশন নয়, যেখানেই হত্যাকা-ের ঘটনা ঘটেছে সেসবের অনেক জায়গাতেই আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি গেছে, তাদের সমবেদনা জানিয়েছে। ড. মোশাররফ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির অবস্থান সব সময় জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সুতরাং সম্প্রতি সংঘটিত হত্যাকা-গুলোর সঙ্গে বিএনপি কোনভাবেই জড়িত নয়। তাই হুমকি মোকাবেলায় ব্লেম গেম না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় ড. মোশাররফের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। তারা দুপুর সাড়ে ১২টার দিকে মিশনে গিয়ে অধ্যক্ষ স্বামী ধ্রুবেশা নন্দজী মহারাজের সঙ্গে আধাঘণ্টাব্যাপী কথা বলেন। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীর মানহানিকর বক্তব্যে রেখেছেন অভিযোগ করে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নাইটিংগেল মোড় হয়ে আবার সেখানে গিয়েই শেষ হয়।
×