ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর যুদ্ধবাজ নেতার জেল

প্রকাশিত: ০৯:১০, ২২ জুন ২০১৬

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর যুদ্ধবাজ নেতার জেল

জনকণ্ঠ ডেস্ক ॥ যুদ্ধাপরাধ এবং যৌন সহিংসতার অভিযোগে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন-পিয়েরে বেম্বার ১৮ বছরের জেল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়। খবর বিবিসির। ২০০২ এবং ২০০৩ সালে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) সংঘটিত অপরাধের অভিযোগে কঙ্গোর সাবেক ভাইস প্রেসিডেন্ট বেম্বা মার্চে দোষী সাব্যস্ত হন। মানুষ হত্যা ও ধর্ষণ থেকে বিদ্রোহীদের বিরত রাখতে বেম্বা ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ আছে। বেম্বার পক্ষ সমর্থনকারীরা ইতোমধ্যেই আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবে বলে জানিয়েছেন। বিচারক ধর্ষণ, হত্যার দায়ে বেম্বার ১৬ থেকে ১৮ বছরের কারাদ- ঘোষণা করে। বেম্বা গত আট বছর যাবত কারাবন্দী আছেন। এই আট বছর তার সাজার মেয়াদ থেকে বাদ যাবে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর এক সময়কার ভাইস প্রেসিডেন্ট বেম্বা দেশটির গৃহযুদ্ধের সময় এমএলসি বিদ্রোহী গ্রুপের নেতৃত্বে ছিলেন। কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট মুবুতু সেসে সেকোর সাবেক সহকারীও ছিলেন তিনি। ২০০৩ সালে ডিআর কঙ্গোয় শান্তি চুক্তি হওয়ার পর বেম্বা অস্ত্র সমর্পণ করে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন।
×