ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নকল ওষুধ তৈরির জন্য শাস্তি দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৮:৫০, ২২ জুন ২০১৬

নকল ওষুধ তৈরির জন্য শাস্তি দেয়া হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তার ওষুধ খাতের নৈরাজ্য-অনিয়ম প্রতিরোধে অনলাইন রিপোর্টিং প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে যা শীঘ্রই জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আর জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারীদের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এ ব্যবস্থা চলমান রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে একাধিক সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব তথ্য জানান। সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, এটুআই প্রোগ্রামের সহায়তায় ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, নকল ওষুধ এবং ওষুধের নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রির বিষয়ে অনলাইনভিত্তিক রিপোর্টিংয়ের জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল এ্যাপ্লিকেশন শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এটুআই প্রোগ্রামের পরামর্শক্রমে ও সহায়তায় মেসার্স টেকনোভিস্টা লিমিটেড নামক একটি সফটওয়্যার ডেভেলপিং প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটি সম্পাদন করেছে, যা অচিরেই জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তিনি জানান, উক্ত সফটওয়্যারের মাধ্যমে জনগণ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে রিপোর্ট করতে পারবে, ওষুধের নির্ধারিত মূল্য যাচাই করা সম্ভব হবে। দেশের যে কোন এলাকায় প্রাপ্ত নকল বা কাউন্টারফিট ওষুধ সম্পর্কে স্বল্প সময়ে নিশ্চিত হতে পারবে এবং ওষুধসংক্রান্ত যে কোন অভিযোগ দ্রুত দাখিল করতে পারবে। সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ জেল-জরিমানার ব্যবস্থা আছে।
×