ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিহাবের জবানবন্দী

শুদ্ধস্বরের প্রকাশক টুটুল হত্যাচেষ্টায় অংশ নেয় ৬ জন

প্রকাশিত: ০৮:৩৯, ২২ জুন ২০১৬

শুদ্ধস্বরের প্রকাশক টুটুল হত্যাচেষ্টায় অংশ নেয় ৬ জন

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যাচেষ্টার সঙ্গে ৬ জন অংশ নেয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সুমন হোসেন পাটোয়ারি ওরফে শিহাব। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দী দেয় শিহাব। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ছয় জঙ্গীর ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে, শিহাব তাদেরই একজন। তাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সে এ ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে আদালতে স্বীকার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন আসামি শিহাবকে হাজির করে জবানবন্দী রেকর্ড করার আবেদন করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ শেষে শিহাবকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে ১২ পৃষ্ঠার জবানবন্দীতে শিহাব জানায়, জঙ্গীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খুন হওয়া মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ড. অভিজিত রায়ের বই প্রকাশ করায় টুটুলসহ তিনজনকে হত্যা করতেই হামলা করেছিল শিহাবসহ ৫ জন। বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে। শিহাব তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, শুদ্ধস্বরে হামলার নেতৃত্ব দেয় শরীফ। শরীফ বাইরে অবস্থান নিয়েছিল। আর শিহাবসহ ৫ জন অপারেশনে অংশ নেয়। এরমধ্যে একজন সিঁড়িতে, একজন দরজায় আর বাকি তিনজন ভেতরে ঢুকে হামলা চালায়। শিহাব প্রকাশক টুটুলকে হত্যার উদ্দেশে চাপাতি দিয়ে পর পর তিনটি কোপ দেয়। শুদ্ধস্বরের প্রকাশক টুটুলকে হত্যা করতে না পারায় শিহাবকে রীতিমত তিরস্কৃত হতে হয় দলের হাইকমান্ড থেকে। শিহাবের কাছ থেকে পুরস্কার ঘোষিত বেশ কিছু এবিটি সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এবিটির একটি সামরিক সেল রয়েছে। সেই সেলই পুরো হত্যাকা- মনিটরিং করে থাকে। শিহাব সেই সামরিক সেলের প্রধানের চেহারার বর্ণনা দিয়েছে। বর্ণনার সঙ্গে সেনাবাহিনীতে ব্যর্থ ক্যু করার চেষ্টাকারী মেজর জিয়ার চেহারা হুবহু মিলে গেছে। মেজর জিয়াই এবিটির সামরিক কমান্ডার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে বলেও ওই কর্মকর্তার দাবি।
×