ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে বললেন তিতে

‘বিশ্বকাপের টিকেট পাওয়াটাই আসল চ্যালেঞ্জ’

প্রকাশিত: ০৬:৫২, ২২ জুন ২০১৬

‘বিশ্বকাপের টিকেট পাওয়াটাই আসল চ্যালেঞ্জ’

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার দায়ে কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করার পর ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আডেনর লিওনার্ডো তিতে। দিনকয়েক আগে সেলেসাওদের কোচ হিসেবে তাকে ঘোষণা করা হয়। তবে ব্রাজিলের কোচ পদে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিতের নিয়োগ নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। টুইট বার্তায় সিবিএফ এ তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে তিতের সাবেক ক্লাব করিন্থয়ান্সের পক্ষ থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হলেও সিবিএফ আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি। এবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী তিতে বলেন, আমার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করা। একমাত্র ব্রাজিলই এ পর্যন্ত সব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার তারা পরবর্তী বিশ্বকাপের টিকেট পাবে কিনা তা নিয়ে আছে ঢের সন্দেহ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইর্বে ৬ ম্যাচে মাত্র দুটিতে জয়ী হয়ে ব্রাজিল বর্তমান গ্রুপের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এ কারণেই তিতে বলেছেন, আমরা এখন আর বাছাইপর্বের জোনে নেই, সে কারণেই ঝুঁকিটা বেশি। এর থেকে বেরিয়ে আসতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আমি এখানে এসেছি দলকে সহযোগিতা করতে। সরাসরি বাছাইপর্বের বাধা পেরুতে ব্রাজিলের আর মাত্র এক পয়েন্ট দরকার। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর ব্রাজিলের নতুন কোচ সতর্কবাণী শুনিয়ে বলেছেন, আমাদের মনোযোগ থাকবে বিশ্বকাপের বাছাইপর্বে, আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁঁকিতে আছে ব্রাজিল। এটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে বাস্তবতার বিরুদ্ধে আপনি লড়াই করছেন। নেইমারদের নতুন কোচ বলেন, দুর্ভাগ্যজনকভাবে ফল আসছিল না, এ জন্যই আমি এই দায়িত্বে এসেছি। দল হিসেবে বেড়ে ওঠা আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা আমাদের আছে। আমি চাই ব্রাজিল জিতুক আর ভাল খেলুক। এই মুহূর্তে আমি যে আনন্দ উপভোগ করছি, সেটা ব্রাজিল সমর্থকদেরও ফিরিয়ে দেয়ার একটা পথ হবে এটি। ব্রাজিলের সুন্দর ফুটবলের সুদিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিতে বলেন, এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল। ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টি দিয়েই একটা দলের মান তৈরি হয়।
×