ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজ

জিম্বাবুইয়ে-ভারত ‘ফয়সালা’ আজ

প্রকাশিত: ০৬:৫২, ২২ জুন ২০১৬

জিম্বাবুইয়ে-ভারত ‘ফয়সালা’ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই অর্থেই ‘ফয়সালা’। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১-১ এ চলমান তিন ম্যাচ টি২০ সিরিজের শেষটিতে আজ মুখোমুখি অসম দুই প্রতিপক্ষ জিম্বাবুইয়ে ও ভারত। পাশাপাশি এই ম্যাচের মধ্য দিয়ে জিম্বাবুইয়ে সফর শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনিদের। প্রথমে তিন ওয়ানডেতে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ স্বাগতিকদের উড়িয়ে দিলেও প্রথম টি২০তে পুঁচকে জিম্বাবুইয়ের কাছে অপ্রত্যাশিতভাবে ২ রানে হেরে বসে ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারতীয়রা। যদিও দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয়ে সমতায় ফেরে ধোনির দল। প্রথম টি২০তে হারের পর অধিনায়ক ‘অনভিজ্ঞতা’কে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচেও আজ অতিথিদের ভয়টা সেখানেই। ‘সুপার’ বিরাট কোহলি, ‘ক্ল্যাসিক্যাল’ অজিঙ্কা রাহানে, ‘ধুন্ধুমার’ রোহিত শর্মা, ‘ঘূর্ণি তারকা’ রবিচন্দ্রন অশ্বিন, ‘অলরাউন্ডার’ রবিন্দ্র জাদেজা, ছোট্ট ফরমেটের ‘স্পেশালিস্ট’ সুরেশ রায়নাকে ছাড়াই জিম্বাবুইয়ে সফর করছে ভারত। দলে একেবারে নতুন মুখ সাত, ওয়ানডে-টি২০ মিলিয়ে অভিষেকই হয়েছে ছয় জনের! বড় নাম অধিনায়ক ধোনি নিজে। দুরন্ত নৈপুণ্যে ওয়ানডেতে ‘ডমিনেট’ করেছিলেন লোকেশ রাহুল, যুবেন্দ্র চাহাল, ফাইজ ফজলের মতো অভিষিক্ত তরুণেরা। রাহুল-চাহালের সঙ্গে ঋষি ধাওয়ান, মানদীপ সিং ও জাবেদ উনাদকড়েরও আন্তর্জাতিক ক্রিকেটে পা এই সিরিজে। ধোনির অনভিজ্ঞতা-তত্ত্ব তাই মেনে না নিয়ে উপায় নেই। ‘এখানে আসার আগে ওদের সর্বোচ্চ প্লাটফর্ম ছিল এ দল। বুঝতে হবে এটা জাতীয় দল, এভাবেই ওরা আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলাতে শিখবে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ব্যাট-বলের লড়াই, প্রয়োগের বিষয়। আমার দলটা অনভিজ্ঞ। এখান থেকে অনেক কিছু শেখার আছে।’ বলেন তিনি। ফয়সালার ম্যাচ সামনে রেখেও তাই সতর্ক ‘ক্যাপ্টেন কুল’, ‘বোলাররা অসাধরণ করেছে। বিশেষ করে প্রথম ম্যাচের মতো ভুল হয়নি। একই মাঠে একই পিচে এত ম্যাচ খেলার ঝুঁকি অবশ্যই ছিল, কিন্তু আমাদের দুই ওপেনারও ভাল ব্যাট করেছে। তবু প্রথম ম্যাচের কথা মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচটা সিরিজ নির্ধারণী। কোন রকম ভুল করার সুযোগ নেই।’ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৯৯ রানে অলআউট করে জয়ের পথটা বোলাররাই তৈরি করে দিয়েছিল। ৪ উইকেট নিয়ে যেখানে ‘নায়ক’ পেসার বারিন্দার স্রান, ৩ শিকার অপর পেসার জাসপ্রিত বুমরাহর। এরপর কোন উইকেট না হারিয়ে ১৪তম ওভারেই জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল (৪৭*) ও মানদীপ সিং (৫২*)। তবে প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতায় ধোনিদের ভেতরে কিছুটা হলেও আতঙ্ক কাজ করবে। ১৭১ রানের জয়ের লক্ষ্যে সেদিন ধোনি (১৯*) ক্রিজে থাকা সত্ত্বেও ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারতের সংগ্রহ, হারে ২ রানে! দ্বিতীয় ম্যাচে বড় হার সত্ত্বেও তাই প্রথম ম্যাচের কথা ভেবে উত্তেজিত গ্রায়েম ক্রেমার। জিম্বাবুইয়ের নতুন এই অধিনায়ক বলেন, ‘সিরিজ ফয়সালার শেষ ম্যাচটার কথা ভেবে আমি উত্তেজিত, ভারত অজেয় নয়, প্রথম ম্যাচেই আমরা সেটি করে দেখিয়েছি। আমাদের একমাত্র লক্ষ্য, ম্যাচ ও সিরিজ জয়।’ তবে কাজটা তাদের জন্য সহজ হবে না। প্রথম টি২০তে ২ রানের ওই নাটকীয় জয় বাইরে রাখলে সেই ওয়ানডে থেকে এ পর্যন্ত প্রতি ম্যাচে স্বাগতিকদের হারের ধরন সেটিই বলে।
×