ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরাতাকে ফিরিয়ে আনছে রিয়াল

অবসর ঘোষণা ইব্রার

প্রকাশিত: ০৬:৫১, ২২ জুন ২০১৬

অবসর ঘোষণা ইব্রার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জ¬াতান ইব্রাহিমোভিচ। মঙ্গলবার এই ঘোষণা দেন বিশ্বফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। এই মুহূর্তে ফ্রান্সে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলছেন সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর সুইডিশ স্ট্রাইকার। কিন্তু ইউরোতে একেবারেই নিষ্প্রভ ইব্রা। সেই সঙ্গে তার দল সুইডেনেরও বিদায় ঘণ্টা বাজার অপেক্ষায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বেলজিয়ামের বিপক্ষে হারলেই বিদায় নেবে সুইডেন। সেক্ষেত্রে দেশের জার্সিতে এটাই হতে পারে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ ছয় বছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলেছেন আলভারো মোরাতা। কিন্তু সব ধরনের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০১৪ সালে জুভেন্টাসে যোগ দেন তিনি। স্প্যানিশ স্ট্রাইকার সিরি এ লীগেও অসাধারণ পারফর্ম উপহার দিয়েছে। গত দুই মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ৯৩ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২৭ বার বল জড়িয়েছেন। তবে জুভেন্টাসের স্প্যানিশ স্ট্রাইকারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের। আর সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা জিনেদিন জিদানের দল। মঙ্গলবার সিরি এ লীগের চ্যাম্পিয়ন জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর গুসেপ মারোত্তাই জানিয়েছেন তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ আমাদের জানিয়েছে মোরাতাকে আবারও কিনে নেবে তারা। খুব দ্রুতই মোরাতার বিষয়ে লিখিতভাবে জানাবে তারা।’ তবে মোরাতাকে জুভেন্টাস রাখবে কিনা সে বিষয়ে এখনও কোন ধরনের সিদ্ধান্ত নেয়নি ইতালিয়ান ক্লাবটি।
×