ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপাস্বপ্ন দেখতেই পারে আবাহনী

প্রকাশিত: ০৬:৪৮, ২২ জুন ২০১৬

শিরোপাস্বপ্ন দেখতেই পারে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হিসেব অনুযায়ী আজই শেষ হয়ে যাওয়ার কথা। সুপার লীগের শেষ রাউন্ড আজ। এ রাউন্ড শেষ হতেই শিরোপা কোন দল জিতবে, তা নিশ্চিত হয়ে যাওয়ার কথা। তা হয় তো নিশ্চিত হবেও। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে আবাহনী শিবিরেই শিরোপা শোভা পেতে পারে। যদি আজ প্রাইম দোলেশ্বর হারে আর আবাহনী জিতে। তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনী। আর যদি উল্টো ঘটে, দোলেশ্বর জিতে, আবাহনী হারে; তাহলেই ঝামেলা হয়ে যেতে পারে। লীগ শেষ হওয়া নিয়ে অপেক্ষায় থাকতে হবে। তখন সুপার লীগে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচটি যে অসমাপ্ত রয়েছে, এ ম্যাচের রেজাল্টের দিকেই অপেক্ষায় থাকতে হবে। আবাহনী শিবিরেই শেষপর্যন্ত শিরোপা শোভা পাবে। এমন কথা এখন মুখে মুখে। আজ দলটি আবার প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে খেলাটি। এ ম্যাচের দিকে সবারই দৃষ্টি থাকবে। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর ম্যাচ হবে। এ ম্যাচটিও গুরুত্বপূর্ণ। আরেকটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ভিক্টোরিয়া ও মোহামেডান মুখোমুখি হবে। শিরোপা জেতার রেশে এখন তিন দল টিকে আছে। একটি আবাহনী। দ্বিতীয় রূপগঞ্জ। তৃতীয় দোলেশ্বর। সুপার লীগে খেলা বাকি তিন দলের আগেই শিরোপার প্রত্যাশা শেষ হয়ে গেছে। সেই তিন দল হচ্ছেÑ ভিক্টোরিয়া, মোহামেডান ও প্রাইম ব্যাংক। আবাহনী ও রূপগঞ্জের ২০ পয়েন্ট করে আছে। দোলেশ্বরের আছে ১৮ পয়েন্ট। ভিক্টোরিয়ার ১৭, মোহামেডানের ১৬ ও প্রাইম ব্যাংকের ১৪ পয়েন্ট রয়েছে। আবাহনী ও দোলেশ্বর ছাড়া প্রতি দলেরই শেষ ম্যাচ আজ। যদি প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী জিতে আজ, হবে ২২ পয়েন্ট। দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জ জিতলে, হবে ২২ পয়েন্ট। তখন ১৮ পয়েন্টেই থাকবে দোলেশ্বর। শিরোপা রেশ থেকে ছিটকে পড়বে দোলেশ্বর। তখন আবাহনী ও রূপগঞ্জের মধ্যকার শিরোপা নিয়ে টানা হেঁচড়া হবে। দুই দলেরই পয়েন্ট সমান থাকবে। তবে সুপার লীগে রূপগঞ্জকে হারানোয় ‘হেড টু হেডে’ শিরোপা আবাহনী শিবিরেই শোভা পাবে। তখন আবাহনী-দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচের রেজাল্ট যাই হোক, চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনীই। যদি উল্টো ঘটে, তাহলেই ঝামেলা শুরু হয়ে যেতে পারে। আবাহনী যদি হারে (২০ পয়েন্টই থাকবে), দোলেশ্বর যদি জিতে (২০ পয়েন্ট হবে); তখন আবাহনী-দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচের সিদ্ধান্তের উপরই সব নির্ভর করবে। তখন যদি স্থগিত ম্যাচটি হয়, সেই ম্যাচে যে দল জিতবে; তারাই চ্যাম্পিয়ন হবে। মাঝখান দিয়ে রূপগঞ্জেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। এজন্য আজ আবাহনীকে হারতে হবে, রূপগঞ্জকে জিততে হবে। আবাহনী-দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচের ফলও আবাহনীর বিপক্ষে জেতে হবে; তাহলেই রূপগঞ্জ চ্যাম্পিয়ন হবে। তবে এতসব হিসেবে না গিয়ে আবাহনী চাইছে আজকের ম্যাচটি জিততে। সঙ্গে চাইছে যে করেই হোক, যেন হারে দোলেশ্বর। তাহলেই আবাহনীর ঘরে শিরোপা শোভা পাবে। আরেকটি ম্যাচ আছে, ভিক্টোরিয়া-মোহামেডান। এ ম্যাচটির দিকে আসলে কারওই নজর থাকছে না। এ ম্যাচের রেজাল্টের ওপর যে শিরোপার কোন হিসেব নিকেশই নেই। আবাহনীর গুরুত্বপূূণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত শিরোপা জয়ের আশাই করছেন। মনে করছেন আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে। বলেছেন, ‘আমরা শিরোপা লড়াইয়ের দিকে এগোচ্ছি। আগেই বলেছি পরের ম্যাচটি (প্রাইম ব্যাংকের বিপক্ষে) জিততে পারলে শিরোপার কাছে যাব। এখন আমাদের একটা ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। আমরা লক্ষ্যটা ওই দিকেই সেট করেছি।’
×