ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শতভাগ ঈদ বোনাস দাবিতে গাজীপুরে সংঘর্ষে এএসপিসহ আহত ১২

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুন ২০১৬

শতভাগ ঈদ বোনাস দাবিতে গাজীপুরে সংঘর্ষে এএসপিসহ আহত ১২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মূল বেতনের শতভাগ ঈদ বোনাস পরিশোধের দাবিতে মঙ্গলবার এক পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া, পাল্টাধাওয়া হয়েছে। এ সময় শ্রমিকরা ব্যাপক ভাংচুর, সড়ক অবরোধ, কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। সংঘর্ষে পুলিশের সিনিয়র এএসপিসহ অন্তত ১২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়েছে। পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকায় জাপানের মালিকানাধীন কোজিমা লিরিক গার্মেন্টস ফ্যাশন লিঃ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এবারের রমজানের ঈদে ৫০ ভাগ পরে ৭০ ভাগ ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট শতকরা দশভাগ থেকে পাঁচভাগ কমিয়ে দেয়। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাস এবং শতকরা দশভাগ হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে না নেয়ায় আন্দোলনরত শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরের বিরতি শুরু হলে শ্রমিকরা কারখানা গেটে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপরও ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠি চার্জ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া, পাল্টাধাওয়া শুরু হয়। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। চার বিলে রাষ্ট্রপতির সম্মতি সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাস হওয়া চারটি বিলে সম্মতি দিয়েছেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিল চারটি হচ্ছে- নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৬, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৬, নেভি (এ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬।
×