ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্তন ক্যান্সারের ওষুধ !

প্রকাশিত: ০৬:১১, ২২ জুন ২০১৬

স্তন ক্যান্সারের ওষুধ !

স্তন ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। অস্টেওপরোসিস বা হাড় ক্ষয়রোগ চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ স্তন ক্যান্সারের জিন বহনকারীদের কার্যকর রোগ প্রতিষেধক হিসেবে কাজ করে। মেলবোর্নের একদল চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। যেসব নারী স্তন ক্যান্সারের জিন বিআরসিএ-১ বহন করছেন সময় সঙ্গে সঙ্গে তাদের স্তনে ক্যান্সার কোষ তৈরি হতে শুরু হয়। ওয়াল্টার এ্যান্ড এলিজা হল ইনস্টিটিউটের পিএইচডি শিক্ষার্থী এমা নোলান ছিলেন এই গবেষক দলের সঙ্গে। সবার আগে তিনি লক্ষ্য করলেন যে ইঁদুরগুলোর ওপর ডেনোসুমাব ওষুধটি প্রয়োগ করা হয়েছে তাদের স্তন ক্যান্সার কোষ তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। তিনি বলছেন, ‘এই পর্যবেক্ষণ আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। স্তন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর জেন ভিসভাডার বলেন, ‘আমি মনে করি স্তন ক্যান্সার চিকিৎসায় এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ যেসব নারী ত্রুটি জিন বহন করেন তাদের চিকিৎসার জন্য (স্তন কেটে বাদ দেয়া ছাড়া) খুব বেশি বিকল্প পথ খোলা থাকে না। সাধারণত প্রতি ৪ শ’ জন নারীর এক জন নারী ত্রুটিপূর্ণ জিন বহন করেন। যাদের পরবর্তী সময়ে স্তন অথবা গর্ভাশয় কেটে বাদ দিতে হয়। -সিবিএস নিউজ
×